1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:41 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

ভোটের ইতিহাস নতুন করে লিখলেন যোগী আদিত্যনাথ

  • প্রকাশিত সময় Friday, March 11, 2022
  • 93 বার পড়া হয়েছে

সমর্থকদের কাছে তিনি দেবতাসম। সমালোচকদের চোখে সমাজে সবচেয়ে বেশি জাতিগত বিদ্বেষ ছড়ানো ভারতীয় রাজনীতিক। তিনি যোগী আদিত্যনাথ। যার হাত ধরে উত্তর প্রদেশে টানা দ্বিতীয়বারের মত ক্ষমতায় এসেছে বিজেপি।
উত্তর প্রদেশের প্রায় ২৫ বছরের ভোটের ইতিহাসে এই প্রথম সেখানে কোনো দল টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলো।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। এ রাজ্যে প্রায় ২৪ কোটি মানুষের বাস, স্বতন্ত্র দেশ হলে জনসংখ্যার দিক দিয়ে এটি হত পৃথিবীর পঞ্চম জনবহুল দেশ। ভারতের পার্লামেন্টে সবচেয়ে বেশি এমপি আসেন উত্তর প্রদেশ থেকে, ৮০ জন। এ কারণে প্রায়ই বলা হয়ে থাকে, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, তারাই ভারত শাসন করে।
তবে কী ২০২৪ সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে যেভাবে দলটি উত্তর প্রদেশের ক্ষমতা ধরে রাখলো তাতে বোঝাই যাচ্ছে নানা কারণে বিতর্ক তৈরি হলেও বিজেপির জনপ্রিয়তায় ভাটার টান নেই।
উত্তর প্রদেশ বিজয়কে দলীয়ভাবেও বিরাট সাফল্য হিসেবে দেখছে বিজেপি এবং এই সাফল্যের মূলহোতা যে ন্যাড়া মাথা, গেরুয়া পোশাক পরা, হিন্দু সাধু থেকে রাজনীতিক বনে যাওয়া আদিত্যনাথ, তাতে কোনো সন্দেহ নেই।
অথচ, ভোটের আগে যখন নির্বাচনী প্রচার চলছিল তখন হাওয়া মোটেও আদিত্যনাথের পক্ষে ছিল না। অন্তত জনমত জরিপগুলো সে কথা বলেছে।
উত্তর প্রদেশে ৪০৩ আসনের মধ্যে বিজেপি জিতেছে ২৭৪টি আসন। ওই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২০২ আসন।
রাজ্যে দ্বিতীয় অবস্থানে আছে অকিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। তারা ১২৪টি আসনে জিতেছে। রাজ্যে এককালের প্রভাবশালী দল বহুজন সমাজ পার্টি (বসপা) মাত্র একটি এবং কংগ্রেস মাত্র দ্ইুটি আসন পেয়েছে।
এবারের নির্বাচনে শুধু বিরোধী দল নয় বরং নিজ দলের ভেতরও আদিত্যনাথকে বিরোধিতা মোকাবেলা করতে হয়েছে। এমনকি তার দলের লোকজনই তার বিরুদ্ধে কাজ করেছে বলেও শোনা গেছে।
দারুণ বিতর্কিত এক চরিত্র যোগী আদিত্যনাথ। একদিকে যেমন তার পূজা হয় অন্যদিকে তিনি চরম ঘৃণিত এক রাজনীতিক।
সমর্থকদের চোখে তিনি দেবতাসম, হিন্দুদের আইকন, দেবতাদের পুণর্জন্ম কিংবা স্বয়ং ঈশ্বর।
আর সমালোচকদের চোখে তিনি ভারতে সবে থেকে বেশি জাতিগত বিভেদ ছড়ানো রাজনীতিক। নিজের নির্বাচনী জনসভাগুলোতে আদিত্যনাথ প্রায়ই মুলসমান বিদ্বেষী নানা বক্তব্য রাখেন।
গত পাঁচ বছরে মুসলমানদের অপমান করে এবং বিদ্বেষমূলক নানা বক্তব্য রেখে প্রায়ই খবরে শিরোনাম হয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি নিজ রাজ্যে ভিন্ন ধর্মে বিয়ের বিরুদ্ধে চরম বিতর্কিত একটি আইন পাস করেছেন। তার রাজ্যে গোহত্যা বেআইনী। মাংসের দোকান বা রেস্তোরাঁতেও গরুর মাংস রাখা বা বিক্রি করা যাবে না।
গোরক্ষার নামে সেখানকার উগ্র হিন্দুরা মুসলমানদের পিটিয়ে হত্যা করেছেন এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। হামলাকরীদের বিরুদ্ধে আইনী কোনো ব্যবস্থা গ্রহণের নজির এখন পর্যন্ত নেই।
উত্তর প্রদেশে প্রায় চার কোটি মুসলমানের বাস। আদিত্যনাথ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসায় ভবিষ্যতে সেখানকার মুসলমানদের যে আরো কঠোর পরিস্থিতিতে পড়তে হবে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
তবে শুধু মুসলমানরাই নয়, আদিত্যনাথের আমলে পুরো উত্তর প্রদেশের বাসিন্দাদেরই অবস্থার অবনতি হয়েছে। সবচেয়ে জনবহুল হওয়ার পাশপাশি ভারতের সব থেকে গরিব রাজ্যও উত্তর প্রদেশ।
আদিত্যনাথের অধীনে গত পাঁচ বছরে রাজ্যের অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হয়েছে। বেকারত্ব অনেক বেড়েছে, নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। নারীদের বিরুদ্ধে ভয়াবহ সব অপরাধ কা-ের জন্যও নিয়মিত খবরের শিরোনাম হয়েছে উত্তর প্রদেশ।
কোভিড-১৯ মহামারীর মধ্যে সম্পূর্ণ অন্য একটি কারণে খবরের শিরোনাম হয়েছিল উত্তর প্রদেশ। সেটা হলো গঙ্গা নদীতে হঠাৎ করে অসংখ্য লাশ ভেসে আসা।
ভারতে গঙ্গা অত্যন্ত পবিত্র নদী বলে বিবেচিত হয়। পরে জানা যায়, সেগুলো কোভিডে মারা যাওয়াদের লাশ।
মহামারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে রীতিমত ব্যর্থ ছিল অদিত্যনাথ প্রশাসন। ফলে উত্তর প্রদেশে হাজারো মানুষ কোভিড আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন। শ্মশানে দিনরাত চিতা জ্বলেছে, তারপরও লাশ পোড়ানোর সুযোগ না পেয়ে মৃতদেহ নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছেন সেখানকার মানুষ।
ভারতের সুপরিচিত সাংবাদিক শরৎ প্রধান সম্প্রতি আদিত্যনাথকে নিয়ে একটি বই লিখেছেন। তিনি বিবিসিকে বলেন, আদিত্যনাথ ভোটারদের বোঝাতে সক্ষম হয়েছেন যে তার অধিনে রাজ্যের উন্নতি হবে।
‘‘যদিও তার ওই প্রতিশ্রুতি অর্ধ-সত্য এবং মিথ্যা দিয়ে ভরা। প্রপাগান্ডা চালানোয় বিজেপিকে কেউ হারাতে পারবে না।
‘‘আদিত্যনাথের পক্ষে প্রচার চালাতে বিজেপি থেকে সাড়ে ছয়শ কোটি রুপি খরচ করা হয়েছে। যদিও আদিত্যনাথের অনেক অর্জন বাস্তবে নয় শুধু কাগজে-কলমে আছে। এমনকি বিগত সরকারের অনেক কাজ তার অর্জন বলে চালিয়ে দেওয়া হয়েছে।”
তবে বিজেপি নিজেদের পক্ষে যত প্রচারই চালাক, মূল কাজটা আদিত্যনাথই করেছেন বলে মনে করেন শরৎ প্রধান।
তিনি বলেন, আদিত্যনাথ অত্যন্ত সফলভাবে ধর্মের ভিত্তিতে ভোটদের ভাগ করতে পেরেছেন।
‘‘তিনি মূলত হিন্দুত্ববাদ বিক্রি করেছেন। তার পাঁড় সমর্থকদের কাছে তিনি তাদের জন্য কী করেছেন সেটা মূখ্য বিষয় নয়। বরং তিনি মুসলমানদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা গ্রহণ করেছে তারা সেটিকে গুরুত্ব দেয়। কট্টর হিন্দুরা মুসলমানদের সব সময় সন্দেহের চোখে দেখে এবং এই বিতর্কই আদিত্যনাথকে জিতিয়ে দিয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640