আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় এম সবেদ আলীর মোবাইল মার্কার সমর্থকরা ব্যাপক তান্ডব চালিয়েছে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সাড়ে ১১ টার দিকে এম সবেদ আলীর সমর্থকরা চাতাল মোড়ে আওয়ামী লীগের সভাপতি নৌকার মেয়র প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। হামলায় নৌকার ৪ সমর্থককে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহতদের উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় বেশ কয়েকটি নৌকার অফিস ভাংচুর ও কয়েকটি দোকান ভাংচুর করেছে সবেদ আলীর সমর্থকরা। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চুয়াডাঙ্গার সদর সার্কেল জাহাঙ্গীর হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন। প্রত্যক্ষদর্শিরা জানায়,আলমডাঙ্গায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির গনুর চাতাল মোড়ে নির্বাচনী অফিসে সমর্থকরা বসে ছিল। রাত ১০ টার দিকে এম সবেদ আলীর মোবাইল প্রতিকের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নৌকার অফিসে হামলা চালায়। হামলায় এরশাদপুর গ্রামের মৃত–আবুল হোসেনের ছেলে রশিদ , একই গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে শাহিন ও জামিল হেসেনের ছেলে বিপ্লবকে কুপিয়ে মারাত্মক জখম করে। ভাংচুর করা হয় চাতাল মোড়ের নৌকার নির্বাচনী অফিস। একই সময় কণেজপাড়ায় নৌকার অফিসে ভাংচুর চালানো। কলেজপাড়ার যুবলীগ সভাপতি হাসেমের দোকানে সাটার কোপানো হয়।এছাড়াও ছাত্রলীগ নেতা মিডিল মৃধার বাড়িতে হামলা চালায় তারা। হামলার পর চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিক আহতদের উদ্ধার করে স্থারীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় হারদী হাসপাতালে রেফার করা হয়। হামলার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু বলেস, শান্ত পরিবেশ অশান্ত করার জন্য পরিকল্পিত ভাবে তার অফিসে হামলা চালিয়ে নৌকার সমর্থকদের কুপিয়ে জখম করেছে এম সবেদ আলীর লোকজন। তার বেশ কয়েকজন সমর্থক মারাত্মক আহত হয়েছে। কলেজপাড়া,গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকার ৫টি নৌকার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে, নৌকার সমর্থকদের মারপিট করেছে। এদিকে সংবাদ পেয়ে রাতেই চুয়াডাঙ্গা সদর সার্কেল জাহাঙ্গীর হেসেন থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি আলমগীর কবির সকলকে শান্ত থাকতে অনুরোধ করেন,বলেন আমরা আইনগত ব্যাবস্থা নেব।এই সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply