কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ভেড়ামারায় মাইক্রোবাস উল্টে গিয়ে ৬ জন মহিলাসহ ৭জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মোছা. আসমানী (২৫) মো. জাকির(৪৫) মোছা. জিনিয়া(৪) মোছা.জরিয়ন (৪০), মোছা. মায়মুনা(৬০), মোছা.দোলনা (৩৫), মোছা. তহুরা(৪৫)। আহতদের সবার বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে একটি পাখি ভ্যানে বহনকরা পাইপ দড়ি ছিঁড়ে হঠাৎ করেই রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে আসা দ্রুতগামি একটি মাইক্রোবাস ব্রেক করলে তা উল্টে গিয়ে রাস্তায় উপর ছিটকে পড়ে। মাইক্রোবাসের ভেতরে থাকা ৭ জন যাত্রী আহত হয়। মাইক্রোবাসটি মেহেরপুর সদর উপজেলা থেকে নাটোরের লালপুরের দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভেড়ামারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সড়ক থেকে মাইক্রোবাসটি উদ্ধার করেন। ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ ঘোষ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে উল্টে থাকা মাইক্রোকে উদ্ধার করেন। এঘটনায় ভ্যান চালক পালিয়ে যায়। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply