আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মহান মুক্তিযুদ্ধের ৫০ বর্ষপূর্তি উদযাপন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আমলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এবং জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যায়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামের আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, আমলা-সদরপুর ও মালিহাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা যৌথ আঞ্চলিক কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, মিরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি খাইরুল আলম প্রমুখ। অপরদিকে জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণের আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলেমুর রেজা সাবান, নারী মুক্তিযোদ্ধা আঞ্জুমান আরা মারফত, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, ফকরুল আলম, আজিজুল হক, নুরুল ইসলাম, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহানারা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, আমলা ইউপি সদস্য রুবেল আহম্মেদ, হাসমত আলী, মুন্সি মাসুদ রানা প্রমুখ। পৃথক এ অনুষ্ঠানে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কামারুল আরেফিন বলেন, “আমাদের পরম সৌভাগ্য ইতিহাসের মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ তথা মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পারছি। শুধু ভাবি মহাকালের চাকাটিকে অতীতের দিকে ঘুরিয়ে যদি ৫০ বছর পেছনে নিয়ে যাওয়া যেতো, তবে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধজয়ের স্মৃতি-বিজড়িত কথা কাগজের পৃষ্ঠায় বা লেখার অক্ষরে না, বরং হৃদয়ে এবং দুই চোখে থাকতো।” তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির পিতার ডাকে দেশমাতৃকার স্বাধীনতার সূত্রে। জাতীয় ঐক্যের অভূতপূর্ব নিদর্শন ছিল। ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-কৃষক-শ্রমিক-যুবক সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে সফল জনযুদ্ধের মাধ্যমে অর্জন করে সুমহান বিজয়। আর এখানেই নিহিত আছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ঐতিহাসিক সাফল্য।” তিনি আরো বলেন, “আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সর্ম্পকে জানতে হবে। অন্যদের জানাতে হবে। আমাদের এ বিজয় ছিলো পৃথিবীর ইতিহাসে গৌরবের ইতিহাস। বীর মুক্তিযোদ্ধার সম্মান দিতে হবে। শিক্ষা জীবন থেকে নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।”
Leave a Reply