ঝিনাইদহ প্রতিনিধি॥ হত্যা মামলার আসামীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এরপর কারাগার থেকে থানা পুলিশ এই রিমান্ডের আসামীকে প্রাইভেট কারে নিয়ে আসে থানায়। সেখানে এসে থানা গেইটের ভেতরে পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করে সমর্থকদের উদ্দেশ্যে নাড়ালেন হাত, দিলেন বক্তব্য, নিজেকে দাবি করলেন নির্দোষ, তার হাতে ছিল না পুলিশের কোন হ্যান্ডকাফও। এটি আবার স্যোশাল মিডিয়াতে বিভিন্ন মানুষ করে লাইভ সম্প্রচার! ঘটনা ঝিনাইদহের শৈলকুপা থানার। আর আসামী হলেন শফিকুল ইসলাম শিমুল, তিনি সদ্য শেষ হওয়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান এবং ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক। তার গ্রামের বাড়ি শৈলকুপার বড়বাড়ি বগুড়া গ্রামে।
চলতি বছরের ৮ জানুয়ারী প্রকাশ্য পেয়াজের ক্ষেতে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যা করা হয় কল্লোল খন্দকার নামের এক আওয়ামীলীগ কর্মী কে। এঘটনায় নিহতের ছোট ভাই মিল্টন খন্দকার বাদী হয়ে জানুয়ারী মাসের ১২ তারিখে ৮২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলসহ ৫জন আসামী চলতি মাসের ২তারিখ বুধবার করে আত্মসমর্পন। বিজ্ঞ আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করে, মঙ্গলবার সন্ধায় পুলিশ রিমান্ডে আনা হয়।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সন্ধার পরপরই রিমান্ডের আসামীদের পুলিশের গাড়িতে নয় রাজকীয় স্টাইলে মাইক্রো ও ৩টি প্রাইভেট কারে চেপে আসামীদের আনা হয় শৈলকুপা থানাতে। ওসি (তদন্ত) মহসীন হোসেন হ্যান্ডমাইক দেন রিমান্ডের আসামী চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের হাতে। তিনি পুলিশ বক্সে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান, হাতে ছিল না কোন হ্যান্ডকাফও। হ্যান্ডমাইকে বক্তব্য রাখেন, নিজেকে নির্দোষ দাবি করেন।
রিমান্ডের আসামীদের নিয়ে পুলিশের এমন কর্মকান্ডে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন হত্যা মামলার বাদি নিহতের ছোট ভাই মিল্টন খন্দকার।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, পরিস্থিতি শান্ত করতে আসামীর হাতে হ্যান্ডমাইক তুলে দেয়া হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, রিমান্ডের আসামীদের হ্যান্ডকাফ ছাড়া আনা, পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য বা কথা বলার সুযোগ দেয়ার কোন নিয়ম নেই, বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।
Leave a Reply