1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:33 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

পুতিনের খাস লোক কারা?

  • প্রকাশিত সময় Tuesday, March 8, 2022
  • 117 বার পড়া হয়েছে

ভøাদিমির পুতিনকে একজন নিঃসঙ্গ ব্যক্তি হিসেবেই ইদানিং চিত্রিত করছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো, যার নেতৃত্বে গত ১১ দিন ধরে এক ঝুঁকিপুর্ণ যুদ্ধ চালিয়ে আসছে রাশিয়া, যার ফল হিসেবে অর্থনৈতিকভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে বসেছে পারমাণবিক অস্ত্রধারী, জাতিসংঘে ভিটো ক্ষমতার অধিকারী দেশটি।রুশ বাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে ইউক্রেনে হামলার দায়-দায়িত্ব পুতিনের ওপরই বর্তায়। তিনি সবসময় তার অনুগত সহচরদের ওপর নির্ভর করে এসেছেন, যাদের বেশিরভাগই রাশিয়ার নিরাপত্তা রক্ষী বাহিনীতে ক্যারিয়ার শুরু করেছিলেন।
সাম্প্রতিক অন্তত দুটি ঘটনায় সেই ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠকেও পুতিনকে অনেক বেশি দূরত্ব রেখে বসতে দেখা গেছে। দৃশ্যত সেটা মহামারীর দূরত্ব বিধির কারণে। তবে এর ভেতরেই আরও নিঃসঙ্গ এক পুতিনকে আবিষ্কার করছেন পশ্চিমা বিশ্লেষকরা।
প্রশ্ন হল, এই চরম মুহূর্তে, রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ করছে, তখন প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে বিশ্বস্ত লোক আসলে কারা? কারা তাকে পরামর্শ দিচ্ছেন?
সেরকম কয়েকজনের একটি তালিকা এক প্রতিবেদনে তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সের্গেই শোইগুসের্গেই শোইগু, প্রতিরক্ষামন্ত্রী
বিবিসি লিখেছে, সত্য্যিই যদি পুতিনের দীর্ঘ দিনের আস্থাভাজন কেউ থাকেন, তেমন একজন হলেন সের্গেই শোইগু, যিনি ইউক্রেইনের নিরস্ত্রীকরণ এবং পশ্চিমাদের কথিত সামরিক হুমকি থেকে রাশিয়াকে রক্ষায় পুতিনের বিবৃতির পুনরাবৃত্তি করে আসছেন।
তিনি প্রেসিডেন্ট পুতিনের এতটাই ঘনিষ্ঠ যে সাইবেরিয়ায় তার সঙ্গে মাছ ধরতে এবং শিকার করতেও গিয়েছিলেন। এক সময় তাকেই পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাবা হত।
তবে দীর্ঘ এক টেবিলে পুতিনের কাছ থেকে অনেক দূরে, আরেক প্রান্তে সশস্ত্র বাহিনীর প্রধানের পাশে অস্বস্তি নিয়ে বসে থাকা শোইগুয়ের একটি ছবি প্রকাশ করে বিবিসি প্রশ্ন রেখেছে, এত দূর থেকে তিনি আসলে প্রেসিডেন্টের কানে কতটা কথা পৌঁছাতে পারবেন?
আগ্রাসন শুরুর তিন দিনের মাথায় রাশিয়া যখন ইউক্রেনের তরফ থেকে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখোমুখি তখনই মস্কোতে এক বৈঠকে ছবিটি তোলা হয়েছিল।
সমর বিশেষজ্ঞ ভেরা মিরোনোভা বলছেন, “প্রত্যাশা ছিল শোইগু রুশ সেনাবাহিনীকে নিয়ে কিইভের দিকে এগিয়ে যাবেন। তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী, এ যুদ্ধ তিনি জয় করবেন।”
২০১৪ সালে ক্রিমিয়া দখলের জন্য শোইগু কৃতিত্ব পেয়েছিলেন। এক সময় তিনি রুশ গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট অব জেনারেল স্টাফ (জিআরইউ) এর দায়িত্বে ছিলেন, যাদের বিরুদ্ধে ব্রিটেনে ২০১৮ সালে নার্ভ এজেন্ট প্রয়োগ এবং ২০২০ সালে সাইবেরিয়ায় রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনির ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।
মিরোনোভা বলেন, ওই ছবিটা বড় করতে দেখলে মনে হয় যেন পরিস্থিতি আরও খারাপ, যেন কারও শেষকৃত্যে মিলিত হয়েছেন তারা।
রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং লেখক আন্দ্রেই সোলদাতভ মনে করেন, দেখে যেমনই মনে হোক, প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর কথা ভাবলে প্রতিরক্ষা মন্ত্রী শোইগুই এখনও সবচেয়ে প্রভাবশালী।
“শোইগু শুধুমাত্র সামরিক বাহিনীর দায়িত্বে নন, তিনি আংশিকভাবে রুশ মতাদর্শ রক্ষারও দায়িত্বে রয়েছেন। এর বেশিরভাগটাই ইতিহাস সম্পর্কিত, সেখানে কী লেখা হবে, তিনিই সেটা নিয়ন্ত্রণ করেন।”
ভ্যালেরি গেরাসিমভ, সশস্ত্র বাহিনীর প্রধান
ভ্যালেরি গেরাসিমভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ। সে হিসাবে ইউক্রেইইন আক্রমণ করে দ্রুত অভিযান শেষ করা ছিল তারই দায়িত্ব, কিন্তু সেই ভূমিকায় তাকে সেভাবে পাওয়া যাচ্ছে না।
১৯৯৯ সালে চেচেন যুদ্ধের সময় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার পর থেকেই ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানগুলোতে প্রধান ভূমিকা পালন করে আসছেন গেরাসিমভ। ইউক্রেইন নিয়ে সামরিক পরিকল্পনাতেও তিনি সামনের সারিতে ছিলেন। গত মাসে বেলারুশে সামরিক মহড়ার তত্ত্বাবধানে ছিলেন গেরাসিমভ।
তকে একজন ‘রাশভারী ও বদমেজাজী’ ব্যক্তি হিসেবে বর্ণনা করে রাশিয়ান বিশেষজ্ঞ মার্ক গ্যালিওত্তি বিবিসিকে বলেছেন, ক্রিমিয়া দখল করতে রাশিয়ার সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন গেরাসিমভ।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন অভিযান শুরুতেই হোঁচট খাওয়ায় এবং রুশ বাহিনী মনোবলের দিক দিয়ে দমে যাওয়ায় আপতত ‘সাইডলাইনে’ রাখা হয়েছে গেরাসিমভকে। তবে আন্দ্রেই সোলদাতভের বিশ্বাস, এসব কিছু মহলের কল্পনা মাত্র।
তিনি বলেন, “প্রতিটি রাস্তা আর প্রতিটি ব্যাটালিয়ন নিয়ন্ত্রণ করা পুতিনের পক্ষে সম্ভব না, আর সেটা গেরাসিমভের কাজ। তাছাড়া প্রতিরক্ষা মন্ত্রী হয় সামরিক পোশাক পরতে পছন্দ করেন; কিন্তু সামরিক প্রশিক্ষণ তার নেই। ফলে তাকে পেশাদারদের ওপরই নির্ভর করতে হবে।”
নিকোলাই পাত্রুশেভ, সিকিউরিটি কাউন্সিলের সচিব
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রুশ রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক বেন নোবেলের মতে, পুতিনের পেছনের সবচেয়ে আক্রমণাত্মক ‘বাজপাখিটি’ হলেন পাত্রুশেভ, যিনি মনে করেন, পশ্চিমারা বছরের পর বছর ধরে রাশিয়াকে বাগে পাওয়ার চেষ্টা করছে।”
পাত্রুশেভ প্রেসিডেন্ট পুতিনের তিনজন বিশ্বস্ত অনুচরের একজন। সেই ১৯৭০ সালে, সেন্ট পিটার্সবুর্গ থেকে পুতিনের সঙ্গে কাজ করে আসছেন তিনি।
অন্য দুজন হলেন নিরাপত্তা সেবা বিভাগের প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ এবং বৈদেশিক গোয়েন্দা বিভাগের প্রধান সের্গেই নারিশকিন। প্রেসিডেন্টের কাছের লোকদের সবাইকে ‘সিলোভিকি’ (আইন বা বল প্রয়োগকারী) বলা হয়। তবে এই তিনজন আরও কাছে।
বিবিসি লিখেছে, পাত্রুশেভের মত কম মানুষই প্রেসিডেন্ট পুতিনের ওপর এতটা প্রভাব রাখেন। তিনি শুধু কমিউনিস্ট যুগের পুরনো কেজিবিতেই কাজ করেননি, এর উত্তরাধিকারী এফএসবির প্রধান হিসেবে ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
ইউক্রেইনে আগ্রাসনের তিন দিন আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক নাটকীয় বৈঠকে পাত্রুশেভ মত দেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্যেই হল রাশিয়াকে ভেঙে দেওয়া।
ওই বৈঠকে একটি ডেস্কের পেছনে বসেছিলেন প্রেসিডেন্ট পুতিন। তার নিরাপত্তা পর্ষদের সদস্যরা একজন একজন করে সামনে এসে ইউক্রেইনের দনবাস অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের মতামত দেন।
নোবেল বলেন, “পাত্রুশেভ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনিই সেই একজন, যিনি যুদ্ধের জন্য সবচেয়ে বড় হুঙ্কারটি দেন। ধারণা করা হয়, সেটাই হয়ত পুতিনকে আরও চরম অবস্থানের দিকে নিয়ে গেছে।”
আলেকজান্ডার বোর্টনিকভ, এফএসবির পরিচালক
ক্রেমলিনের পর্যবেক্ষকরা বলেছেন, প্রেসিডেন্ট পুতিন অন্য যে কোনো উৎসের চেয়ে ফেডারেল সিকিউরিটি সার্ভিস- এফএসবি থেকে পাওয়া তথ্যের ওপর অনেক বেশি আস্থা রাখেন। সে কারণে বোর্টনিকভকেও প্রেসিডেন্টের খাস কামরার লোক হিসাবে দেখা হয়।
লেনিনগ্রাদের কেজিবির আরেকটি পুরনো হাত বোর্টনিকভ। কেজিবি থেকে এফএসবি হলে নিকোলাই পাত্রুশেভ এর দায়িত্ব পান। পরে তার স্থলাভিষিক্ত হন বোর্টনিকভ।
বেন নোবেল বলছেন, তারা দুজনেই প্রেসিডেন্টের কাছের লোক হিসাবে পরিচিত। তবে কে সিদ্ধান্ত দিচ্ছে আর কে বাস্তবায়ন করছেন, তা নিশ্চিত করে বলা কঠিন।
অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার ওপর এফএসবির যথেষ্ট প্রভাব রয়েছে, এমনকি নিজস্ব বিশেষ বাহিনীও তাদের রয়েছে।
আন্দ্রেই সোলদাতভ মনে করেন, বোর্টনিকভ গুরুত্বপূর্ণ; তবে রুশ নেতাকে চ্যালেঞ্জ জানানো বা তাকে উপদেশ দেওয়ার মত অবস্থানে তিনি নেই।
সের্গেই নারিশকিন, ফরেইন ইনটেলিজেন্স সার্ভিসের পরিচালক
তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় প্রেসিডেন্ট পুতিনের পাশে থেকেছেন। কিন্তু নিরাপত্তা কাউন্সিলের সেই সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন দিতে গিয়ে তিনি যখন তোতলাচ্ছিলেন, আর পুতিন যখন তাকে ভর্ৎসনা করে বলেছিলেন, ‘এখানে ওই বিষয়ে আলোচনা হচ্ছে না’, সেটা কি কোনো অর্থ বহন করে?
বিবিসি লিখেছে, দীর্ঘ সেই অধিবেশনের ভিডিও সম্পাদনা করেই টেলিভিশনে দেখানো হয়েছে। ফলে নারিশকিনের অপদস্ত হওয়ার ওই মুহূর্ত যেহেতু টিভিতে দেখানো হয়েছে, তার মানে ক্রেমলিন চেয়েছে মানুষ সেটা দেখুক।
আন্দ্রেই সোলদাতভ বলছেন, পুতিন তার কাছের লোকদের নিয়েও খেলতে পছন্দ করেন; নারিশকিনকেও তিনি বোকা বানিয়েছেন।
নারিশকিন ১৯৯০ এর দশকে সেন্ট পিটার্সবুর্গে, ২০০৪ সালে পুতিনের অফিসে এবং অবশেষে পার্লামেন্টের স্পিকার হয়ে দীর্ঘদিন পুতিনের সহচার্যে ছিলেন। তিনি রাশিয়ার ইতিহাস সমিতিরও প্রধান।
সোলদাতভের দৃষ্টিতে, প্রেসিডেন্ট পুতিনকে তার কাজের ক্ষেত্রে আদর্শিক ভিত্তি দিয়ে নারিশকিন নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করেছেন।
গত বছর বিবিসির মস্কো সংবাদদাতা স্টিভ রোজেনবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন নারিশকিন। রাশিয়া বিষ প্রয়োগ করে, অন্য দেশে সাইবার হামলা করে এবং অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে- এমন সব অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন।
সের্গেই ল্যাভরভ, পররাষ্ট্রমন্ত্রী
গত দেড় যুগ ধরে রাশিয়াকে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করে আসছেন, যদিও সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে বড় কোনো ভূমিকা নেই দেশটির শীর্ষ এই কূটনীতিকের।
বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট পুতিন যে তার পুরনো লোকদের উপর অনেক বেশি নির্ভর করেন, ৭১ বছর বয়সী ল্যাভরভ তেমনই একটি উদাহারণ।
গত মাসে রাশিয়ার ভূগোল সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর জ্ঞান নিয়ে টিপ্পনি কাটার চেষ্টা করেছিলেন ল্যাভরভ। তার আগে গতবছর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলকেও হেনস্তা করার চেষ্টা করেছিলেন।
কিন্তু ইউক্রেনের প্রসঙ্গ এলে দীর্ঘদিন ধরেই সাইডলাইনে রেখেছেন প্রেসিডেন্ট পুতিন। বদরাগী আর বৈরী হিসেবে পরিচিতি থাকলেও ইউক্রেনের বিষয়ে কূটনৈতিক আলোচনার চেষ্টা করেছিলেন তিনি, তবে প্রেসিডেন্ট পুতিন তাকে পাত্তা দেননি।
ভ্যালেন্তিনা মাতভিয়েনকো, ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান
পুতিনের ঘনিষ্ঠ চক্রে বিরল এক নারী চরিত্র তিনি। তার সভাপতিত্বেই রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে বিদেশে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন পায়, ইউক্রেন আগ্রাসনের রাস্তা খোলে।
সেন্ট পিটার্সবুর্গ থেকে আসা পুতিনের বিশ্বস্ত অনুসারীদের একজন ভ্যালেন্তিনা মাতভিয়েনকো। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের সময়ও তার ভূমিকা ছিল।
তবে সিদ্ধান্ত গ্রহণকারীদের একজন বলে তাকে মনে করা হয় না। অবশ্য বড় সিদ্ধান্তগুলো আসলে কে নিচ্ছে, তা অনুমান করা কঠিন।
রাশিয়ার নিরাপত্তা পরিষদে মাতভিয়েনকোর ভূমিকা ছিল অন্য সবার মত এটা দেখানো যে সিদ্ধান্ত যা হচ্ছে, সম্মিলিত আলোচনার ভিত্তিতেই হচ্ছে, যদিও প্রেসিডেন্ট পুতিন হয়ত আগেই মন ঠিক করে রেখেছেন।
ভিক্টর জোলোটভ, ন্যাশনাল গার্ডের পরিচালক
প্রেসিডেন্ট পুতিনের সাবেক দেহরক্ষীদের একজন তিনি। এখন তিনি রাশিয়ার ন্যাশনাল গার্ডের নেতৃত্ব দিচ্ছেন। প্রেসিডেন্ট পুতিন মাত্র ছয় বছর আগে এ বাহিনী গঠন করেন রোমান সাম্রাজ্যের প্রাইটোরিয়ান গার্ডের আদলে, যা অনেকটা তার ব্যক্তিগত সেনাবাহিনীর মত।
প্রেসিডেন্ট পুতিন নিজের ব্যক্তিগত দেহরক্ষীকে এ বাহিনীর প্রধান হিসেবে বেছে নিয়েছেন, যাতে আনুগত্য নিয়ে ভাবতে না হয়।
এরই মধ্যে এ বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে চার লাখে নিয়েছেন জোলোটোভ।
সমর বিশেষজ্ঞ ভেরা মিরোনোভার ধারণা, রাশিয়ার প্রাথমিক পরিকল্পনা ইউক্রেইন অভিযান অল্প কয়েক দিনের মধ্যে শেষ করে ফেলা। সেনাবাহিনী যখন তা পারল না, নেতৃত্ব নিল ন্যাশনাল গার্ড।
কিন্তু এ বাহিনীর প্রধানের সামরিক প্রশিক্ষণ নেই, তার বাহিনীর হাতে ট্যাংক নেই। ফলে ইউক্রেইনের আক্রমণের মুখে ঝুঁকিতে থাকতে হবে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640