বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছিলেন নায়িকা পরীমনি। এই প্রথম মাঠে যান তিনি। এর আগে মিরপুর স্টেডিয়ামে আসা হয়নি পরীমনির। খেলা দেখার পাশাপাশি তিনি তার নতুন সিনেমা ‘মুখোশ’ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনি। সবাইকে নতুন সিনেমা দেখার আহবান জানান তিনি।
এ সময় পরীমনি বলেন, সাকিব আল হাসান আমার প্রিয় ক্রিকেটার। তার ব্যাটিং-বোলিং খুব ভালো লাগে। সত্যি সাকিব খুব ভালো খেলে।
পরীমনি আগ্রহ প্রকাশ করে বলেন, যদি কখনো সাকিব আল হাসানের জীবন নিয়ে সিনেমা তৈরি হয় সেই সিনেমার নায়িকা হতে আগ্রহী আছেন তিনি।
কোন খেলা পরীমনির প্রিয় এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে বলেন, আমার ফুটবল খুব ভালো লাগে। এটা আমার প্রিয় খেলা। প্রথমবার মিরপুরে খেলা দেখতে এসে খুব ভালো লাগছে।
Leave a Reply