1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 4:55 pm

চলে গেলেন লেগ স্পিনার কিংবদন্তি শেন ওয়ার্ন

  • প্রকাশিত সময় Friday, March 4, 2022
  • 159 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ বড় ধাক্কা খেল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ানদের হৃদয়ে হলো রক্তক্ষরণ। হঠাৎই না ফেরার দেশে শেন ওয়ার্ন। ওয়ার্নের ব্যবস্থাপনা কর্মকর্তা স্থানীয় সময় শুক্রবার মাঝরাতে এক বিবৃতিতে জানিয়েছেন, ৫২ বছর বয়সী ওয়ার্ন হার্ট এ্যাটাকে মারা গেছেন। এ সময় তিনি থাইল্যান্ডে ছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘শনকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে। দ্রত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।’ যদিও ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে গোপন করা হয়, ‘পরিবার ওয়ার্নের মৃত্যুর খবরটি গোপন রাখার অনুরোধ করে এবং যথাসময়ে আরও বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।’ ওয়ার্নের মৃত্যুর খবর ২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য দ্বিতীয় বড় ধাক্কা। কারণ আগের সপ্তাহে হার্ট এ্যাটাক করে কোমায় চলে যাওয়া দেশটির আরেক কিংবদন্তি ক্রিকেটার রড মার্শও এদিন মৃত্যুবরণ করেন। ইতিহাসের সর্বকালের সেরা লেগস্পিনার ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২-২০০৭ পর্যন্ত ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট ও ১৯৪ ওয়ানডেতে নেন ২৯৩ উইকেট।
১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হওয়ার পর ওয়ার্ন বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করেন। যা তাকে টেস্ট ফরমেটের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ১৯৯৯ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য। এছাড়া ১৯৯৩ সালের মধ্যে পাঁচটি এ্যাশেজজয়ী দলের গর্বিত সদস্য। পূর্বসূরি ও আরেক কিংবদন্তি ক্রিকেটার রড মার্শের মৃত্যুতে কয়েক ঘণ্টা আগেও টুইট করেছিলেন, ‘রড মার্শ আর নেই শুনে ব্যথিত। তিনি আমাদের কিংবদন্তি ছিলেন, অনেক তরুণ ছেলেমেয়ের অনুপ্রেরণা ছিলেন। শান্তিতে থেকো।’ সেই টুইটের কয়েক ঘণ্টা পরই ওয়ার্নও ধরলেন মার্শের পথ। ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। মাত্র ৫২ বছর বয়সেই ওয়ার্নের এমন পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউই। শোক প্রকাশ করেছেন বিশ্বের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা। টুইটে পাকিস্তান তারকা শোয়েব আকতার লিখেছেন, ‘এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রয়াণের খবর। আমি কতটা মর্মাহত বলে বোঝাতে পারব না। কী কিংবদন্তি, কী মানুষ, কী ক্রিকেটার।’আরেক সাবেক পাকিস্তান তারকা ওয়াসিম আকরমও শোকস্তব্ধ, ‘আমি হতবাক। বন্ধু ওয়ার্নের অকাল প্রয়াণ! সবসময় যোগাযোগ রাখত। সাহায্য করত। অসাধারণ বোলারের পাশাপাশি একজন দুর্দান্ত বিনোদনকারী ছিল। ওর পরিবার এবং বন্ধুদের আমার সমবেদনা জানাই। শান্তিতে ঘুমাও বন্ধু।’ ওয়ার্ন যাঁদের সঙ্গে খেলেছেন, যাঁদের বিরুদ্ধে খেলেছেন বা যাঁদের সঙ্গে খেলেননি সকলেই শোকস্তব্ধ। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের পক্ষে থকেও গভীর শোক জানানো হয়েছে। শুধু ক্রিকেট নয় অন্য খেলার সঙ্গে যুক্ত সাবেক, বর্তমান তারকারও শোক প্রকাশ করেছেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640