আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মিরপুর সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক শাহীন উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার প্রমুখ।
Leave a Reply