‘ইউক্রেনে কী ভুল হচ্ছে’ সেদিক থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে বলেছেন বলে মনে করেন যুক্তরাজ্যে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট পুতিন কথার লড়াইয়ের মাধ্যমে বাকি বিশ্বকে তার দাবি না মানলে কি হতে পারে সেটি নিয়ে ভয় দেখাতে চাইছেন।”
‘‘রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের যে পরিকল্পনা করেছিল, বাস্তবে তারা তার থেকে পিছিয়ে আছে। ইউক্রেইন তাদের খুবই শক্তভাবে প্রতিরোধ করে যাচ্ছে।”
পরমাণু অস্ত্র ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দেওয়ার কারণ ব্যাখ্যায় পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব এবং নেটোর আগ্রাসী আচরণের কারণে তিনি ওই নির্দেশ দিয়েছেন। তার ঘোষণার অর্থ এই নয় যে, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে চাইছে।
কিন্তু সেটা হলেও তার এই ঘোষণা নিশ্চিতভাবেই অত্যন্ত নিন্দনীয় এবং সারা বিশ্ব থেকেই নিন্দার ঝড় উঠেছে।
যুক্তরাষ্ট্র একে ‘অগ্রহণযোগ্য উসকানি’ বলেছে। ইউরোপীয় ইউনিয়ন মস্কোর উপর নজিরবিহীন বেশ কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মধ্যে অন্যতম হলো, রাশিয়া এবং রুশ মালিকানাধীন সব উড়োজাহাজের জন্য ইইউ-এর আকাশসীমা বন্ধ করে দেওয়া। সেইসঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় দুই সংবাদ সংস্থা রাশিয়া টুডে এবং স্পুৎনিক কে ইইউ’র মাটিতে নিষিদ্ধ করা।
এমনকী ইইউ নিজেদের ইতিহাসে প্রথমবারের মত কোনও যুদ্ধক্ষেত্রের জন্য অস্ত্র কেনা এবং তা সরবরাহ করতে অর্থ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছে। রাশিয়ার আগ্রাসন রুখতে তারা ইউক্রেইনে এই সহায়তা দিতে চায়।
বিবিসি-কে যা বলেছেন ওয়ালেস:
বিবিসি-কে সোমবার সকালে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ‘‘পুতিনের ঘোষণা যে কতটা উদ্বেগজনক তা আমি বুঝতে পারছি। আমার ১২ বছরের ছেলে পর্যন্ত আমাকে ফোন করে এ বিষয়ে জানতে চেয়েছে।
‘‘তিনি পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়ার পেছনে যে কারণের কথা বলেছেন, আমরা তেমন কোনও পরিস্থিতি তৈরি হতে দেখছি না বা এমন কিছুর স্বীকৃতি দেব না।
‘‘পুতিন মূলত পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে বাকি মানুষদের, বাকি বিশ্বকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করতে চাইছেন।” তিনি আরও বলেন, “যুক্তরাজ্যও পরমাণু অস্ত্র শক্তিধর দেশ এবং সেগুলো ‘কয়েক দশক ধরে আমাদের নিরাপত্তাকে সমুন্নত রাখছে।”
বিশ্বের মধ্যে রাশিয়ার হাতেই পরমাণু অস্ত্রের সবথেকে বড় ভা-ারটি রয়েছে। কিন্তু তারা এটাও জানে, নেটোর হাতেও যথেষ্ট অস্ত্র আছে এবং যদি সেগুলোর ব্যবহার হয় তবে রাশিয়া ধ্বংস হয়ে যাবে।
তবে পরমাণু অস্ত্রের কথা বলে পুতিন খুব সম্ভবত নেটোর ইউক্রেইন যুদ্ধে জড়িয়ে পড়া আটকাতে চাইছে। প্রয়োজনে তিনি কতদূর যেতে পারেন সেটা বলে তিনি আসলে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছেন।
এ বিষয়ে ওয়ালেস বলেন, ‘‘প্রেসিডেন্ট পুতিন জানেন, যদি তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করেন, তবে পশ্চিমা বিশ্ব তার সমান বা কয়েকগুণ বেশি জবাব দেবে।
‘‘আমরা এমন কিছু করব না যেটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে। আমরা বিষয়টিকে খুব খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।”
Leave a Reply