আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের বিষয়ে সাইড পরিদর্শন করলেন স্টেডিয়াম নির্মানের ঠিকাদার ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার অবসর প্রাপ্ত মেজর আব্দুর রাজ্জাক ও প্রজেক্ট কো-অডিনেটর মোঃ রফিকুল ইসলাম।এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম।গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রনি আলম নুরের অফিস কক্ষে স্টেডিয়াম নির্মান বিষয়ে কথা হয়।উপজেলা নির্বাহীকে কাজের টেন্ডার হওয়ার পর যে ঠিকাদারি প্রতিষ্টান স্টেডিয়ামের কাজ পেয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দেন।এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম কাজের সাইড দেখাতে অনুরোধ করেন।উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর তাদের মাঠে নিয়ে এসে ঘুরে দেখান।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন,উপজেলা সহকারি কমিশানার ভুমি রেজওয়ানা নাহিদ,ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিজিএম,এইচ, এম আব্দুস সবুর,সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান,সহকারি প্রধান শিক্ষক ইলিয়স আহমেদ,পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক,পৌর সভার সার্ভেয়ার সামসুন নাহার ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রাক্তন খেলোয়াড় খ,হামিদুল ইসলাম,উপজেলা ক্রীড়া সম্পাদক খন্দকর টুটুল,এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।এ সময় স্টেডিয়ামের নকসা উপজেলা নির্বাহী অফিসার সহ সকলের সামনে তুলে ধরেন প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম।
Leave a Reply