কাগজ প্রতিবেদক ॥ নতুন নির্বাচন কমিশনের কাছে দুটি চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এ সময় তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়া। তাদের দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় যে অনাস্থা তৈরি হয়েছে, তা দূর করা। রোববার বেলা ১১টায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাংসদ হাসানুল হক ইনু তাঁর নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার তালবাড়িয়া-বহলবাড়িয়ায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। ক্ষমতাসীন দলের শরিক দলের এ প্রভাবশালী নেতা কমিশনের উদ্দেশে বলেন, ‘মুখ দেখে, দল দেখে চলবেন না। সরাসরি আইন দেখে, সংবিধান দেখে কর্তব্য নিষ্পত্তি করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপুর্ণ।’ বিএনপি নেতাদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘আপনারা নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন, কিন্তু আপনারা সংলাপে আসেননি, প্রস্তাব দেননি। আপনাদের অ্যাজেন্ডা সরকার উৎখাত করার অ্যাজেন্ডা। সরকার উৎখাত করার অ্যাজেন্ডা যখন মাঠে চালু করেছেন, সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক করার কোনো অধিকার নেই।’ হাসানুল হক ইনু বিএনপি নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘সরকার উৎখাতের অ্যাজেন্ডা বাদ দিয়ে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচন কমিশনকে কীভাবে সাহায্য করবেন, সেটা ভাবেন। সেখানে আলোচনা করা যেতে পারে।’ পদ্মা নদীর ভাঙন দেখে হাসানুল হক ইনু বলেন, কয়েকটি ইউনিয়নে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এ ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে এবং জাতীয় বিদ্যুৎ গ্রিড বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই কোনো রকম অজুহাত তৈরি না করে ও কোনো রকম আমলাতান্ত্রিক জটিলতার ভেতরে না ফেলে অবিলম্বে দ্রত নদীভাঙন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান। নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে হাসানুল হক ইনুর সঙ্গে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply