খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিগ্রামে বিথী রানী নিজ বাড়িতে ডাবের সাথে শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ ঘরে আত্মহত্যা করেছেন। মালিগ্রাম আলাউদ্দিন খাঁ এর বড় মেয়ে বিথী রানী। বিথী রানী খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায় গত দু’বছর আগে বিথী রানীর বাল্যবিবাহ হয়। খোকসা উপজেলা কমলাপুর গ্রামে ইমাম জোয়াদ্দার’র ছেলে শায়েদ জোয়াদ্দার’র সাথে বিয়ে হয়। বিবাহ হতে না হতেই গত ছয় মাস আগে স্বামীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এজন্যই স্বামী তাকে ছেড়ে দেন। পারিবারিক সূত্রে তার মা অঞ্জনা খাতুন বলেন মেয়ের জামাই এর সঙ্গে সুসম্পর্ক না থাকায় তাকে ছাড়িয়া আনা হয়। কিছুদিন পর তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং সব সময় সে মানসিক চিন্তায় ভুগতে থাকেন। আমার মেয়ের উপরি দোষ থাকায় তাকে স্বামীর বাড়ি থেকে একটি কবিরাজের কাছ থেকে কবজ দেওয়া হয়। কিন্তু কিছুদিন আগে কবজ টি নষ্ট হয়ে যায়। এরপর থেকেই মেয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগতে থাকেন এবং সব সময় তিনি রাতের বেলায় পাশে মানুষ দেখতে পেতেন এবং ভয় পেতেন। আমি মেয়েটিকে না দেখতে পেয়ে ঘরে দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে ঘরের মধ্যে ঝুলতে দেখে দরজা ভেঙে ফেলি ও সাথে সাথে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসেন তৎপর মেয়েটিকে বাঁচার জন্য খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানান। এলাকাবাসীর সচেতন মহলের বক্তব্য বাল্যবিবাহই তার মৃত্যুর কারণ। অল্প বয়সে মেয়েটির বিবাহ দেওয়ায়ও স্বামী পরিত্যক্ত হওয়ায় দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে জীবনযাপন অনিবার্য মনে করেই আত্মহত্যা ঘটিয়ছেন বলে তাদের অভিমত। এদিকে খোকসা থানা সূত্রে জানা যায় প্রথম অবস্থায় সুরতহাল রিপোর্ট করা হয়েছে ও ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। সঠিক তথ্যের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply