কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ভেড়ামারায় ফেন্সিডিলসহ মো. প্রান্ত(২২) নামে এক যুবককে আটক করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার সকাল ১০ টায় পৌরসভার কাচারিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। সে কাচারিপাড়ার শেরকুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানাগেছে, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. বেলাল হোসেনের নেতৃত্বে গতকাল সকালে পৌরসভার কাচারিপাড়া এলাকার দুর্র্ধষ ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. প্রান্তর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. বেলাল হোসেন দি বাংলাদেশ টুডে’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। তবে তথ্য অনুযায়ী যে পরিমাণ মাদক থাকার কথা তা পায়নি। সেখান থেকে ৪ বোতল ফেন্সিডিল জব্দ ও তাকে আটক করা হয়। আটক প্রান্ত দুর্র্ধষ ও বড় মাপের একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply