বাংলাদেশকে ‘পরনির্ভরশীল’ রাষ্ট্র বানাতে ‘অদৃশ্য শক্তি’র সঙ্গে আওয়ামী লীগ সরকার একাত্ম হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার কারণ তুলে ধরে শনিবার এক অনুষ্ঠানে বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, “একটা অদৃশ্য শক্তি, বৃহৎ শক্তি বাংলাদেশকে দুর্বল করে রাখার জন্যে, নতজানু করে রাখার জন্যে বিভিন্ন রকমের কলাকৌশল করে বাংলাদেশের উপর বসে থাকার চেষ্টা করছে। দুর্ভাগ্য আমাদের আজকে যে সরকার আছে এই সরকার তাদের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হয়ে তাদের লক্ষ্যগুলো চরিতার্থ করবার জন্য কাজ করছে। এরা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, এরা বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা, তাকে ধ্বংস করেছে, বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে।”
বিএনপি মহাসচিব বলেন, “বিডিআর হত্যাকা-ের যে তদন্ত সেনাবাহিনী করেছিল, তার একটা আংশিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, মূল অংশটাই প্রকাশ করা হয় নাই। যেটা বেসরকারিভাবে করা হয়েছিল, সেটাও করা হয়নি। কেন ? কার স্বার্থে। ১৩ বছর ধরে আমরা সেদিনকার সঠিক বিষয়টা জানতে পারছি না।”
তিনি বলেন, “সেদিন সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহ নিয়ন্ত্রণ করবার জন্য পাঠানো হয়নি রাজনৈতিক নির্দেশে। এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল। তিনি বিদ্রোহীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তার ফলশ্রুতিতে কী হয়েছে? এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সব কিছু বিপন্ন হয়ে পড়েছে।”
দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবব্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
“আমাদের প্রয়োজন ইস্পাত কঠিন রাজনৈতিক ঐক্য গড়ে তোলা। সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, সমস্ত দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
২০০৯ সালে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা হয়।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, সারোয়ার হোসেন বক্তব্য রাখেন।
Leave a Reply