আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বারি সরিষা-১৪ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে “কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়” বীজ উৎপাদন ব্লকের (প্রদর্শনী) বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বীজ প্রত্যায়ন অফিসার প্রবীর কুমার বিশ্বাস। এতে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রঞ্জন কুমার প্রামানিক, মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান বিন ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, সাদ্দাম হোসেন, লাভলী আক্তার, সুমাইয়া আক্তারসহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, এলাকার শতাধিক কৃষক/কৃষাণীবৃন্দ।
Leave a Reply