1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:10 pm

ইউক্রেইন-রাশিয়া : সমরশক্তির পাল্লায় কে কোথায়

  • প্রকাশিত সময় Friday, February 25, 2022
  • 108 বার পড়া হয়েছে

পূর্ব ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী, যা পুরোদস্তুর যুদ্ধে পরিণত হতে পারে। এই অবস্থায় সামরিক শক্তির বিচারে তলানিতে থাকা ইউক্রেইন রুশ হামলার বিরুদ্ধে কতটুকু প্রতিরোধ গড়তে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা।
সামরিক ব্যয়, সৈন্য সংখ্যা ও অস্ত্র-সরঞ্জামের দিক থেকে রাশিয়ার তুলনায় ইউক্রেইনের সক্ষমতা অনেক সংকীর্ণ। তবে কয়েকজন বিশেষজ্ঞের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের সময়ের চেয়ে ইউক্রেইন বাহিনী এখন অনেক প্রশিক্ষিত ও সজ্জিত।
বিবিসি জানায়, সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়, সেখানে ইউক্রেইনের অবস্থান ২২তম। দুটি দেশের সৈন্য সংখ্যা, যুদ্ধবিমান, রণতরী বা সামরিক সরঞ্জামেও ব্যাপক পার্থক্য রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী- রাশিয়ার সৈন্য সংখ্যা সাড়ে ৮ লাখ। আর ইউক্রেনের সৈন্য সংখ্যা ২ লাখ। তবে উভয় দেশের রিজার্ভ সৈনিক রয়েছে আরও আড়াই লাখ। রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ, তবে ইউক্রেনের রয়েছে মাত্র ৫০ হাজার।
অন্যদিকে, লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুসারে রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় ২ লাখ ৮০ হাজার কর্মী রয়েছে। সম্মিলিত সশস্ত্র বাহিনীর সদস্য প্রায় ৯ লাখ। ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার ১ লাখের বেশি সৈন্য রয়েছে। সামরিক মহড়ার জন্য রাশিয়া কিছু সৈন্যকে ইউক্রেইনের উত্তরে বেলারুশে নিয়ে গেছে।
সামরিক ব্যয় নিয়ে বিবিসির খবরে বলা হয়, সামরিক খাতে প্রতি বছর রাশিয়া ব্যয় করে ১৫ হাজার ৪০০ কোটি ডলার। বিপরীতে ইউক্রেইনের ব্যয় মাত্র এক হাজার ১৮৭ কোটি ডলার।
রয়টার্স জানায়, ইউক্রেইন তার প্রতিরক্ষা বাজেট ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে তিনগুণ বাড়িয়েছে। ২০২০ সালে তার মোট প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ ছিল মাত্র ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা রাশিয়ার এক দশমাংশ।
আকাশযান
রাশিয়ার মোট সামরিক আকাশযান রয়েছে ৪ হাজার ১৭৩টি। সেই তুলনায় ইউক্রইনের মাত্র ৩১৮টি। ইউক্রেইনের যুদ্ধবিমান ৬৯টি, রাশিয়ার রয়েছে ৭৭২টি। রাশিয়ার শুধুমাত্র হামলাকারী বিমান রয়েছে ৭৩৯টি। ইউক্রেইনের মাত্র ২৯টি।
ইউক্রইনের পরিবহন বিমান মাত্র ৩২টি হলেও রাশিয়ার তা আছে ৪৪৫টি। রাশিয়ার মোট হেলিকপ্টার রয়েছে ১ হাজার ৫৪৩টি। ‘অ্যাটাক হেলিকপ্টার’ রয়েছে ৫৪৪টি। অন্যদিকে, ইউক্রেইনের হেলিকপ্টার রয়েছে ১১২টি, ‘অ্যাটাক হেলিকপ্টার’ মাত্র ৩৪টি।
সামরিক সরঞ্জাম
রাশিয়ার ট্যাঙ্ক রয়েছে ১২ হাজার ৪২০টি। ইউক্রেইনের ২ হাজার ৫৯৬টি। রাশিয়ার অস্ত্র পরিবহনকারী যান ৩০ হাজার ১২২টি। ইউক্রেইনের ১২ হাজার ৩০৩টি। রাশিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে ৬ হাজার ৫৭৪টি। ইউক্রেইনের ১ হাজার ৬৭টি। রাশিয়ার মোবাইল রকেট ৩ হাজার ৩৯১টি। ইউক্রেইনের ৪৯০টি।
সামরিক নৌযান
সামরিক নৌযানের দিক থেকে অনেক এগিয়ে রাশিয়া। রাশিয়ার নৌ সামরিক যান ৬০৫টি, যেখানে ইউক্রেইনের মাত্র ৩৮টি। রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেইনের তা নেই। রাশিয়ার ৭০টি সাবমেরিন রয়েছে, যেখানে ইউক্রেইনের নেই একটিও । ইউক্রেইনের ‘ডেস্ট্রয়ার’ নেই, রাশিয়ার রয়েছে ১৫টি। ইউক্রেইনের একটি ‘ফ্রিগেট’ থাকলেও রাশিয়ার রয়েছে ১১টি। ‘মাইন ওয়ারফেয়ার নৌযান’ ইউক্রেইনের একটি থাকলেও রাশিয়ার রয়েছে ৪৯টি। রাশিয়ার ‘করভেট’ রয়েছে ৮৬টি, ইউক্রেইনের আছে মাত্র একটি। ‘পেট্রোল ভেসেল’ রাশিয়ার রয়েছে ৫৯টি, ইউক্রেইনের রয়েছে ১৩টি।
অন্যান্য সরঞ্জাম
রাশিয়ার ১ হাজার ২১৮টি বিমান বন্দর রয়েছে। ইউক্রেইনের ১৮৭টি। বাণিজ্যিক জাহাজ রাশিয়ার ২ হাজার ৮৭৩টি থাকলেও ইউক্রেইনের আছে ৪০৯টি। রাশিয়ার এস-৪০০ নামের অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, কিন্তু ইউক্রেইনের নেই।
ইউক্রেইনের সেনাবাহিনী কতটা অভিজ্ঞ
ইউক্রেইনের সেনাবাহিনী দেশটির পূর্বে ডনবাস অঞ্চলে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে, যেখানে তারা ২০১৪ সাল থেকে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাদের কাছে স্বল্প-পরিসরের বিমান প্রতিরক্ষা এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্রও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া জ্যাভলিন ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা রাশিয়ার আগ্রাসনের গতি কমাতে সাহায্য করবে।
নিয়মিত সেনাবাহিনীর বাইরে ইউক্রেইনের স্বেচ্ছাসেবী আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটে ৯ লাখের বেশি স্বেচ্ছাসেবী রয়েছে। এছাড়া, দেশটির বেশিরভাগ প্রাপ্তবয়স্ক পুরুষদের কমপক্ষে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ রয়েছে। তাই ভূখ- দখল এবং ধরে রাখার চেষ্টা করতে গেলে দীর্ঘস্থায়ী প্রতিরোধের মুখোমুখি হতে পারে রাশিয়া।
সোভিয়েত ইউনিয়নের পতন, ১৯৯০ এর দশকে চেচনিয়া এবং ২০০৮ সালে জর্জিয়ার বিরুদ্ধে রাশিয়া যে যুদ্ধ করেছে তার তুলনায় এবার তাদের সামরিক চ্যালেঞ্জ তুলনামূলকভাবে বেশি হবে।
পশ্চিমা বিশ্বের কতটুকু সাহায্য পাবে ইউক্রেইন
পশ্চিমা দেশগুলো ইউক্রেইনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। যদিও কিয়েভ বলেছে তার আরও প্রয়োজন। যুদ্ধের জন্য ইউক্রেইনে নিজেরে সেনা পাঠানোর কথা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ২০১৪ সাল থেকে ইউক্রেইনকে আড়াইশ কোটি মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে। যার মধ্যে রয়েছে, জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র, উপকূলীয় টহল বোট, হুমভিস, স্নাইপার রাইফেল, ড্রোন, রাডার সিস্টেম, নাইট ভিশন এবং রেডিও সরঞ্জাম। তাদের সামরিক সহায়তায় স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল, ছোট অস্ত্র এবং নৌকা থাকতে পারে। তুরস্ক কিয়েভের কাছে ‘বায়রাক্টার টিবি২ ড্রোন’ বিক্রি করেছে, যা পূর্ব ইউক্রেনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছে।
যুক্তরাজ্য জানুয়ারিতে ইউক্রেইনকে ২ হাজার স্বল্প-পাল্লার অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্রিটিশ বিশেষজ্ঞদেরও পাঠিয়েছিল। এটি স্যাক্সন সাঁজোয়া যানও সরবরাহ করেছে ইউক্রেইনকে।
এস্তোনিয়া বলেছে, তারা ‘অ্যান্টি-আরমার মিসাইল’ জ্যাভলিন পাঠাচ্ছে এবং লাটভিয়া ও লিথুয়ানিয়া ‘স্টিংগার মিসাইল’ দিচ্ছে। চেক প্রজাতন্ত্র বলেছে, তারা ১৫২ মিমি ‘আর্টিলারি গোলা’ দেওয়ার পরিকল্পনা করছে।
জার্মানি ইউক্রেইনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে। ফিল্ড হাসপাতাল ও প্রশিক্ষণের জন্য তারা তারা ৬ মিলিয়ন ডলার দিয়েছে।
নেটোর কত সৈন্য আছে
রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর নেটো তাদের একশ’র বেশি যুদ্ধবিমান উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। তবে ইউক্রেইনে নেটোর সেনা পাঠানোর কোনও পরিকল্পনা এখন পর্যন্ত তাদের নেই বলে জানিয়েছেন নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ ।
তবে পূর্বদিকে নেটো সেনার উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
পশ্চিমাদেশেগুলোর (৩০ দেশ) সামরিক জোট নেটো পাঁচ হাজার সেনা এখন বাল্টিক রাষ্ট্র এবং পোল্যান্ডে মোতায়েন করা আছে বলে জানায় বিবিসি। এছাড়া, আরো চার হাজার সেনা রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640