রাশিয়া কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দ্বার খোলা রেখেছে, তবে সেখানে নিজ দেশের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে কোনও কথা হবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এক ভিডিও বার্তায় পুতিন বলেন, রাশিয়া সবসময়ই সরাসরি এবং সৎ আলোচনার জন্য প্রস্তুত থেকেছে। তবে নিজেদের সেনাবাহিনীর প্রতিও পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি।
ইউক্রেইন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন, তা নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ এবং ছোটাছুটির মধ্যেই গত সোমবার ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক এর স্বাধীনতার স্বীকৃতি দেয় রাশিয়া।
শুধু স্বীকৃতি দিয়ে পুতিন ক্ষান্ত হননি, বরং শান্তিরক্ষার নামে ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার পার্লামেন্ট তাকে এই অনুমতি দিয়েছে। রাশিয়ার আরও সেনা ইউক্রেইন সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
পুতিনের ভিডিও বার্তা প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে য্ক্তুরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, ইউক্রেইনে ‘রাশিয়ার আগ্রাসন শুরু হচ্ছে’। বাইডেন বলেন, ‘‘পশ্চিমা দেশ থেকে রাশিয়ার অর্থ পাওয়ার রাস্তা আমাদের বন্ধ করতেই হবে।”
ইউক্রেইনের দুইটি অঞ্চলকে স্বাধীনতা দিয়ে রাশিয়া ‘এক কথায় ইউক্রেইনের একটি বড় অংশকে কেটে ফেলার ঘোষণা দিয়েছে’ বলেও মনে করেন বাইডেন।
ইউক্রেইন সংকট নিয়ে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদেশগুলো রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওইসব নিষেধাজ্ঞা কার্যকর হলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে দেশটি।
ইউক্রেইন সংকট সমাধানের পথ খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু এখন আর ওই বৈঠক হচ্ছে না। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে তাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।
এদিকে, ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় তার দেশের সব নাগরিককে রাশিয়া ত্যাগের অনুরোধ করেছে। মন্ত্রণালয় থেকে সতর্ক করে বলা হয়, ‘‘ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন যেভাবে বাড়ছে তাতে কনস্যুলার সহযোগিতা সীমিত করতে হবে।”
রাশিয়াকে মোকাবেলা করতে ইউক্রেইন সরকার দেশটির সংরক্ষিত বহিনীর (নিয়মিত সেনাবাহিনীর সদস্য নয়, জরুরি প্রয়োজনে তাদের ভাড়া করা হয়) সবাইকে (১৮ থেকে ৬০ বছর)সর্বোচ্চ এক বছরের জন্য ডেকে পাঠিয়েছে।
রাশিয়ার কোনও সেনাদল এখনও ইউক্রেইনের সীমান্ত অতিক্রম করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পশ্চিম রাশিয়ায় আরো বেশ কিছু নতুন সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ইউক্রেইন সীমান্তের কাছে বেলারুশের একটি বিমানঘাঁটিতে শতাধিক সামরিক যান দেখা যাচ্ছে।
Leave a Reply