ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বুধবার ১৬ ফেব্রুয়ারী সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ঝিনাইদহ মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগে যৌথ অভিযানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, মনিহারী দোকান ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি ও সচেতনা মূলক প্রচারনা চালানো হয়। অভিযান পরিচালনাকালে পণ্যের নির্ধারিত মূল্যের অধিক মূল্য বিক্রয় ও বিক্রয়ের মূল্য রশিদ প্রদান না করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠান কে সর্বমোট ২৬০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা ভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো, বিসিআইসির সারের ডিলার মেসার্স প্রগতি ট্রেডার্স ২০০০০ টাকা, ওহিদ ট্রেডার্স ৫০০০ টাকা, আজাদ স্টোর ও ভাই ভাই ট্রেডার্স উভয়কে ৫০০ টাকা। এসময় অভিযান কার্যক্রম পরিচালনা করেন, জাতীয় ভোক্তা – অধিকার সংরক্ষণ অধিদপ্তরের,ঝিনাইদহ জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক এবং তার সাথে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান, ঝিনাইদহ জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু সহ জেলা পুলিশের একটি ফোর্স। এসময় মোহাম্মদ জিয়াউল হক(সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ ) জানান, জনস্বার্থে অভিযান পরিচালনা করা হয়েছে জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply