1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 7:31 am

কুষ্টিয়ার গড়াই পরিবহনের চালকের কাছে মানুষের জীবনের মূল্য ৫০ টাকা !

  • প্রকাশিত সময় Tuesday, February 9, 2021
  • 323 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ গড়াই পরিবহন কুষ্টিয়া-খুলনা রোডের যানবাহনের মধ্যে অনেক পরিচিত একটি নাম। এই ব্যানারের পরিবহনগুলো খুলনা-কুষ্টিয়া রোডের যাত্রীদের যাত্রীসেবা প্রদান করে থাকে। যাত্রীসেবা প্রদানে এই পরিবহন এর উপর সুনামের থেকে দুর্ঘটনা ঘটানোর সংখ্যা অনেকটাই বেশি। প্রায়ই দুর্ঘটনাকবলিত হয়ে থাকে বিভিন্ন নামের গড়াই পরিবহন। দুর্ঘটনায় কবলিত হয়ে প্রায়ই পঙ্গুত্ব বরণ সহ মৃত্যুবরণ করতে হয় অনেক মানুষকে। তারপরেও থেমে নেই গড়াই পরিবহনের দ্রুতগতির গাড়ি চালানো এবং প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ানো। এভাবেই প্রতিনিয়ত হাজার হাজার মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। গতকাল খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুস্মী গড়াই পরিবহনের গাড়িটি আজ বিকাল ৫:০৮ মিনিটের সময় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটাতে ঘটাতে শেষ পর্যন্ত রক্ষা পায়। ভুক্তভোগী নিজেই এঘটনাটি পুরোপুরি তুলে ধরেছে- ভুক্তভোগী জানান, তিনি যখন চৌড়হাস থেকে কুমারগাড়া অভিমুখে মোটর বাইক নিয়ে যাত্রা শুরু করে তখন বিএটি ফ্যাক্টরি সংলগ্ন পুরাতন ব্রিজের উপর পৌঁছালে রংরুট দিয়ে উল্টোপথে আসা দ্রুতগতির গড়াই পরিবহন তার দিকে ছুটে আসলে তিনি অনেকটাই হতগম্ভ হয়ে পড়েন। যখন ভুক্তভোগী পুরাতন ব্রিজের উপরে ওঠেন তখন তার বামপাশে মোটর চালিত বেশকিছু ভ্যান সারিবদ্ধ ভাবে যাচ্ছিল যার কারণে দ্রুতগতির গাড়িটি দেখার পরেও তিনি সাইড নিতে পারছিলেন না। গাড়ীর চালক বিষয়টি খেয়াল করার পরেও দ্রুতগতির গাড়িটি গতিরোধ না করে দ্রুত গতিতে ছুটছিল। উপর আল্লার অশেষ মেহেরবানীতে গাড়িটি যখন ভুক্তভোগীর থেকে মাত্র ৩০ সেকেন্ড দূরত্বে অবস্থান করছিল তখন তিনি বাম পাশে একটু জায়গা পেয়ে তার মোটরবাইকটি ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়েন। তার পরেও দ্রুতগতির গাড়িটি না দাঁড়িয়ে তার লক্ষ্যে চলে যায়। আরও উল্লেখ্য যে, পুরাতন ব্রিজের পাশে বেশ কয়েক মাস পূর্বে নতুন একটি ব্রিজ উদ্বোধন হয়েছে। এই নতুন ব্রীজ দিয়ে দূরপাল্লার বড় বড় পরিবহন, ট্রাক যাতায়াত করে থাকে। দ্রুতগতির গড়াই পরিবহনটি নতুন ব্রিজ দিয়ে প্রবেশ করতে গিয়ে ও ব্রিজের উপরে ট্রাকের সিরিয়াল থাকার কারণে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে রঙ্গ রুটে প্রবেশ করে। বিষয়টি নিয়ে সুস্মী গড়াই পরিবহনের চালক মোঃ মেহেদী হাসান (৩১) পিতা – মোঃ রফিকুল ইসলাম, ৬৯৮৬, বিমানবন্দর সড়ক, পুলিশ লাইন পাড়া, যশোর এর সাথে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে সরাসরি সাক্ষাৎ করলে তিনি জানান, “আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন”। চালক আরো বলেন, আমাদের কিছু করার নেই কারণ আমাদের নির্দিষ্ট সময়ে চৌড়হাস পৌঁছাতে হয়। কোন কারণে দেরি হলে প্রতি মিনিটের জন্য ৫০ টাকা হারে জরিমানা দিতে হয়। এই জরিমানা বাঁচাতে অনেক সময়ই তারা বাধ্য হয়ে অসতর্কভাবে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে থাকে। তাদেরকে যে যে সময়ের মধ্যে যেসব কাউন্টারে পৌঁছানোর কথা বলা হয়ে থাকে সেসব কাউন্টারে ভাঙ্গা রাস্তার কারণে তাদের পৌঁছাতে দেরি হয় বলে তিনি জানান। সুস্মী গড়াই পরিবহনের মালিকের নাম সাঈদ। তিনি ঝিনাইদহ পৌর এলাকার বাসিন্দা। কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সাথে কথা হলে তিনি জানান, প্রায়ই তারা মটর শ্রমিক ইউনিয়নের চালকদের সাথে মতবিনিময় সভা করে থাকে। এই সভাতে চালকদেরকে তারা সব সময় সর্তকতা অবলম্বন করে গাড়ি চালাতে নির্দেশনা দিয়ে থাকেন। তারপরেও চালকরা অনেক সময়ই এগুলো মেনে চলেন না। তিনি আরো বলেন, পরবর্তী কার্যনির্বাহী পরিষদ সভায় বিষয়টি তুলে ধরে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক নান্টুর সাথে তার কার্যালয়ে কথা হলে তিনি বলেন, টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। সামান্য কিছু টাকা জরিমানার ভয়ে চালকরা মানুষ মারতেও দ্বিধা করেন না, বিষয়টি শুনে তিনি প্রায় নিস্তব্ধ হয়ে যান। তিনি বলেন, গড়াই পরিবহনের চলাচলের জন্য কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত এবং খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত যেসময় নির্ধারণ করে দেওয়া আছে সেই সময়টি চলাচলের জন্য পর্যাপ্ত। রাস্তার পরিস্থিতিও এখন বেশ ভালো। অতিরিক্ত আয়ের জন্য তারা অনেক স্টপেজে দাঁড়িয়ে সময় নষ্ট করে। যার কারণে সময়ের মধ্যে এরাইভালে পৌছাতে গিয়ে তারা শেষ পর্যন্ত দ্রুতগতিতে এবং অসতর্কতামূলক ভাবে গাড়ি চালিয়ে থাকে। গড়াই পরিবহনের চালকদের সাথে প্রতিমাসে একবার করে তিনি সভা করে থাকেন। সেখানে চালকদেরকে দ্রুত গতিতে গাড়ি চালানো নিষেধ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তিনি আরো বলেন, ঝিনাইদহের আরাপপুর থেকে কুষ্টিয়া চৌড়হাস পর্যন্ত পৌঁছাতে সময় নির্ধারণ করা আছে ১ ঘন্টা ১৫ মিনিট যেখানে রাস্তা মাত্র ৪২ কিলোমিটার। ইবি গেট এলাকায় একটি টাইম বুথ বসানো হয়েছে এর ফলে আরাপপুর থেকে ইবি গেট পর্যন্ত পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট এবং ইবি গেট থেকে কুষ্টিয়া চৌড়হাস মোড় এরাইভাল বুথ পর্যন্ত পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে ৪৫ মিনিট। এই ৪২ কিলোমিটার সড়কের মধ্যে পৌঁছানোর জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেটি তাঁর ভাষায় একেবারেই যথেষ্ট। যদি অতিরিক্ত ইনকামের চেষ্টা বন্ধ করে তারা সময় নষ্ট না করে, তাহলে খুব আরামেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব। চৌড়হাস টার্মিনাল থেকে খুলনা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর সময় চার ঘণ্টা ২০ মিনিট এবং সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়া চৌড়হাস মোড় পৌছানোর সময় ৪ ঘন্টা ২০মিনিট। এই সময়ের মধ্যে বিভিন্ন স্টপেজের পৌছানোর সময় নির্ধারণ করা আছে। কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত গড়াই পরিবহনের মোট ৩৬ টি গাড়ি চলাচল করে থাকে। প্রতি গাড়ি প্রতি মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন ২১৯ টাকা করে সংগ্রহ করে থাকে। যা থেকে স্টাফ বেতন, কল্যাণভাতা, দুর্ঘটনা ভাতা দিয়ে থাকা হয়। গাড়ির স্টাফ বাদে যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদেরকে সাধারণত গাড়ির মালিকই ক্ষতিপূরণ দিয়ে থাকে। তিনি আরো বলেন, আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু সেই আইনের সঠিকভাবে বাস্তবায়ন হয়না। অবৈধ থ্রি হুইলার হাইওয়ে রাস্তায় চলাচল করা নিয়ে সরকারের সাথে বারবার মতবিনিময় সভা করলেও আজও পর্যন্ত বন্ধ বা কোনো সমাধান হয়নি। হাইওয়ে রাস্তাতে পরিবহন এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৭০ কিলোমিটার ও শহরের ভিতরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বলে তিনি জানান। কিন্তু দুঃখের বিষয় ঘটনার সময় শহরের মধ্যে সুস্মী পরিবহনের গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। বিষয়টি শুনে তিনি জানান, এই গতি আসলেই খুব বেশী। গড়াই পরিবহন এর দুর্ঘটনা প্রতিরোধে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ্যারাইভাল বুথ চৌড়হাস এর পরিবর্তে পাঁচ মিনিট সময় কমিয়ে বটতৈল অথবা বিআরবি তেল পাম্পের সামনে স্থাপন করে শহরে দ্রত গতিতে গাড়ি চালানো বন্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন। গাড়ীর সর্বোচ্চ গতিসীমা সম্পর্কে জানতে কুষ্টিয়ার ট্রাফিক ইনেসপেক্টর জুবায়ের হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শহরের মধ্যে সর্বোচ্চ গতিসীমা স্থানভেদে ৩০/৪০/৫০ কিলোমিটার ঘন্টায়। সর্বোচ্চ গতিসীমা এর থেকে বেশী হলে বাংলাদেশের সড়ক পরিবহন আইনুযায়ী মামলা করা হয়। একই বিষয় নিয়ে চৌড়হাস হাইওয়ে পুলিশের আইসি’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,  খুলনা-কুষ্টিয়া হাইওয়ের সর্বোচ্চ গতিসীমা ৭০কিলোমিটার ঘন্টায়। বটতৈল থেকে মজমপুর রাস্তায় সর্বোচ্চ গতিসীমা কত? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পৌরসভা এলাকার বিষয়টি আমার সে রকম জানা নাই তবে হাইওয়ের থেকে গতিসীমা বেশ কম হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640