কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের কাজীপাড়া মোড় থেকে ম্যারাথন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের হাজারো নারী-পুরুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তন চত্বরে এসে সমবেত হন। পরে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সাদিয়া জেরিন, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম।
Leave a Reply