ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বর আদম ব্যবসায়ী আসিফ ইকবালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়েছে ৮ টি অসহায় পরিবার। পরিবারে একটু স্বচ্ছলতা আনার জন্য বিদেশে পাড়ি চাকুরী পাওয়ার আশায় বুক বেঁধেছিল বেড়াশুলা গ্রামের কয়েকটি পরিবার। এই সুযোগকে কাজে লাগিয়ে আদম ব্যবসায়ী আসিফ ইকবাল অসহায় ওই পরিবারগুলোতে উচ্চ বেতনের লোভ দেখিয়ে সৌদি আরব পাঠায় কোম্পানীর ভিসায়। সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। ভুক্তভোগী বেড়াশুলা গ্রামের লিয়াকত আলী মোবাইলে বলেন, সৌদি আরবে ভালো কোম্পানীতে চাকুরী দেওয়ার কথা বলে সাড়ে ৪ লাখ টাকা নেয় আসিফ ইকবাল। ৭ মাস আগে ভিসা পেয়ে সৌদি আরবে যাওয়ার পর একটি হোটেলে রেখে তাকে অমানষিক নির্যাতন করা হয়। সেখানে তার কাছ থেকে পাসপোর্টসহ সকল কাগজপত্র ছিনিয়ে নিয়ে একটি মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। তারা টাকার জন্য মারধর-নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে আরও ৩৫ হাজার টাকা দিতে হয় লিয়াকতের পরিবারকে। লিয়াকত আলী বলেন, আমি এখন মানবেতর জীবন-যাপন করছি। কোথায় কোন কাজ করতে যেতে পারছি না। আবার দেশেও ফিরতি পারছি না। এক বেলা খেতে পারছি তো দু-বেলা না খেয়ে আছি। আদম ব্যবসায়ী আসিফ ইকবালের এই চক্রের সাথে জড়িত। আমি ও আমার পরিবারের কারও কাছে কিছু বলতে পারছি না। বলতে গেলে আমার পরিবারকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, লিয়াকত আলীর মত আরও ৭ জনকে ভালো চাকুরী দেওয়ার কথা বলে মোটা অংকের টাকার বিনিময়ে বিদেশে পাঠিয়েছে। সেখানে পাঠিয়ে মানবপাচার চক্রের হাতে তুলে দিয়েছে। করা হচ্ছে মানসিক ও শারীরিক নির্যাতন। আদম ব্যবসায়ী আসিফ ইকবাল ইউপি নির্বাচনে মেম্বর পদে নির্বাচিত হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। দ্রুত এই আদম ব্যাপারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভুক্তভোগিদের দেশে ফিরিয়ে আনার দাবী জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে অভিযুক্ত আসিফ ইকবাল বলেন, আমি ২০১২ সাল থেকে এই ব্যবসায় নিয়োজিত। আমি এ পর্যন্ত ৫’শ লোক পাঠিয়েছি। এদের একটু সমস্যা হয়েছে। এটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি।
Leave a Reply