মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২৩ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, গাংনী উপজেলায় ৭ জন এবং মুজিবনগর উপজেলায় ২ জন । এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন বর্তমানে ২৭৫। এর মধ্যে সদর উপজেলায় ১১৯ জন, গাংনী উপজেলায় ১১৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৪৩ জন । করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাত থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, মেহেরপুরে নতুন করে ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সদর উপজেলায় ১৪ জন, গাংনী উপজেলায় ৭ জন এবং ২ জন মুজিবনগর উপজেলায় বাসিন্দা। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মেহেরপুর সদর উপজেলায় ১১৯ জন, গাংনী উপজেলায় ১১৩ ও মুজিবনগর উপজেলায় ৪৩ জনসহ বর্তমানে সর্বমোট ২৭৫ জন করোনা রোগী রয়েছে।
Leave a Reply