কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সাথে তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের ডাইরেক্টর জেনারেল ও ইরাসমাস প্রধান ড. সোয়াইপ তুরানের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ফেব্র“য়ারি সকালে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতকালে ভাইস চ্যান্সেলর তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারঃ) মু.আতাউর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলিনা নাসরীন। ভাইস চ্যান্সেলরের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ড. সোয়াইপ তুরান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। ড. সোয়াইপ তুরান ৫ দিনের সফরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ের সাথে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক কার্মকান্ডে অংশগ্রহণ করবেন। ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্তরের কর্তাব্যক্তিদের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন ড. সোয়াইপ তুরান। উল্লেখ্য ইসলামী বিশ্ববিদ্যালয় হতে এ বছর ৬ জন শিক্ষক ও ২ জন শিক্ষার্থী এরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তুরস্ক যাবেন।
Leave a Reply