সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের সময় দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
ক্ষেপণাস্ত্রটি তারা প্রতিহত করেছে বলে সোমাবার দাবি করেছে আরব আমিরাত, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে পারস্য উপসাগরের ব্যাণিজ্য ও পর্যটনের কেন্দ্রস্থল হয়ে ওঠা দেশটিতে প্রথম সরকারি সফরে যান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
এই নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে হামলা চালালো হুতিরা। এরমধ্যে ১৭ জানুয়ারি দেশটির রাজধানী আবু ধাবিতে চালানোর হামলায় তিন জন নিহত ও ক্ষয়ক্ষতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এসব হামলার নিন্দা করেছে।
ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর লড়াই যে আরও বিস্তৃত হচ্ছে এ ক্ষেপণাস্ত্র হামলা তার নজির। সংযুক্ত আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম সদস্য।
এক টুইটার পোস্টে আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ ক্ষেপণাস্ত্র হামলাটিকে ‘অর্থহীন উস্কানি’ অভিহিত করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এসব মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন।
“যারা আরব আমিরাতকে পরীক্ষা করে তারা ভুল করে,” বলেছেন তিনি।
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয় আর এর ধ্বংসাবশেষ জনবসতিহীন একটি এলাকায় পড়েছে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যস্থল আবু ধাবি না দুবাই ছিল, তা জানায়নি তারা।
ইসরায়েলি প্রেসিডেন্ট হারজোগ আবু ধাবিতে থাকাকালে এ হামলা চালানো হল। সফরে হারজোগ আরব আমিরাতের ‘প্রকৃত’ শাসক আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হারজোগ রোববার রাতে আবু ধাবিতে ছিলেন, সোমবার তার দুবাইয়ে চলা একটি বিশ্ব মেলা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, দেশটির বিমান চলাচল স্বাভাবিক আছে এবং সব ফ্লাইট সময়ানুযায়ী পরিচালিত হচ্ছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো ইয়েমেনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকগুলোকে ধ্বংস করেছে।
হুতিদের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আরব আমিরাতের ‘অনেক ভেতরে’ নতুন সামরিক অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবে তারা।
যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরায়েল। যেটি ‘আব্রাহাম চুক্তি-২০২০’ নামে পরিচিত। পরে বাহরাইনও একই চুক্তি করে।
পারস্য উপসাগরের পশ্চিম উপকূলীয় এই দুই দেশ ও ইসরায়েল, এই দুই পক্ষেরই শত্রু ইরান।
Leave a Reply