ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ জেল খানায় যৌতুক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি মফিজ উদ্দিন (৩৬) নামে এক গঁলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে জেল খানার বাথরুমে গ্রীলের সাথে গাঁমছা পেচিয়ে আত্মহত্যা করে। সে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। ঝিনাইদহ জেলা কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রীর করা যৌতুক মামলায় ৫ বছরের সাজা হয়। গত ২১ জানুয়ারী আদালত আসামীকে জেল হাজতে প্রেরন করেন। সকাল সাড়ে ১১ টায় আসামী বাথ রুমের গ্রীলে গঁলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে কারারক্ষীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেন কি কারনে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি কারাকর্তৃপক্ষ। মফিজ উদ্দিন কারাগারের ভিতর রান্নার কাজে নিয়জিত ছিলেন বলে জানাযায়।
Leave a Reply