দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন শিরনামে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় দৌলতপুর সেন্টারমোড়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। দৌলতপুর সেন্টারমোড় থেকে ম্যারাথন শুরু হয়ে দৌলতখালী হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। ৫ কি. মি. ম্যারাথন প্রতিযোগিতায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি সহ ৭০০জন প্রতিযোগি অংশ নেয়।
Leave a Reply