1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 11:36 am
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

ভংকর দৌলতপুরের পথঘাট উদাসীন স্থানীয় পুলিশ-প্রশাসন

  • প্রকাশিত সময় Thursday, January 27, 2022
  • 126 বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক ॥ আশ্বাস আর আদিষ্টের গল্পেই আটকে আছে কুষ্টিয়ার দৌলতপুরের সড়ক থেকে শ্যালো ইঞ্জিন চালিত কথিত গাড়িগুলো সরিয়ে নেয়া। গেল একদশকে দৌলতপুরে বালু সরবারাহ, ইট ভাটার জন্য মাটি কাটা,ইট পরিবহন, ভাটার খড়ি বা কাঠ পরিবহণ, বিভিন্ন বাণিজ্যিক পণ্য বাজারজাত, বাণিজ্যিক ভাবে গরু বহন সহ বেশকিছু কারনে সবগুলো রাস্তাই দখলে নিয়েছে শ্যালো চালিত কথিত বাহন, স্টেয়ারিং, আলগামন, নছিমন,করিমন,ভটভডি,ট্রলির মতো অদ্ভুত সব নামের গাড়ি। মূলত সংশ্লিষ্ট খাতে ব্যবসায়ীদের লাভের অংশ চড়া রাখতেই দৈনন্দিন খরচ কমিয়ে অননুমোদিত ভয়ঙ্কর এই কথিত গাড়ির ব্যবহার। যেখানে এসব গাড়ির দুর্ঘটনায় বছরে আহত-নিহতের সংখ্যাও উদ্বেগজনক। যদিও অদৃশ্য নাটকীয়তায় এসবের কোন রেকর্ড থাকে না সংশ্লিষ্ট খাতায়। ক্রমেই বেড়ে চলছে এসব গাড়ির দৌরাত্ম, প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। সম্প্রতি জেলায় মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক তাশরিক সঞ্চয় আহত হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় তুমুল তোপের মুখে পড়েছে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির অবাধ চলাফেরা। সংশ্লিষ্টদের স্বদিচ্ছা থাকলে এসকল গড়িতে নির্ভরশীল শ্রমজীবীরা সহজেই বিকল্প বৈধ যান বা অন্যান্য কাজে লাগতে পারবে বলেও মত দিচ্ছেন অধিকাংশ মানুষ। শ্যালো ইঞ্জিনের গাড়ির কবল থেকে মুুক্তি যেন হয়ে উঠেছে দৌলতপুরের মানুষের প্রাণের দাবি। কিন্তু, চলমান সিণ্ডিকেটে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সাধারণ নাগরিকদের, এমনটাই মনে করছেন এলাকাবাসী। দৌলতপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িগুলোর ভয়ানক দৌরাত্ম্য ইতোমধ্যেই মোটা দাগে তুলে ধরেছে বিভিন্ন গণমাধ্যম। উপজেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উচ্চপদস্থদের নির্দেশনা এসেছে শিগগিরই এসকল কথিত গাড়ির বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসা সহ সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। কিন্তু সময় গড়ালেও বিকট শব্দে সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে মনগড়া গাড়ির বেপরোয়া চালকেরা, যার ব্যপকতাও চোখে পড়ার মতো। এধরণের গাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার আইনী ব্যবস্থা নানা কারনে উপসংহারে না ঠেকায় দৃষ্টান্তমূলক ব্যবস্থাও নেই এখানে। নেই কোন সতর্কতা কিংবা সচেতনতার বার্তা। চলতি দশকের গেল কয়েকবছর ধরে বিভিন্ন সংগঠন, সংস্থা ও উদ্যোক্তাদের আয়োজনে এখানে সচেতন করা হয় শ্যালো ইঞ্জিনের গাড়ির ভয়াবহতা সম্পর্কে। সবশেষ বক্তব্যে বুধবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার জানিয়েছেন, শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির বিষয়টি নিয়ে ভাবছেন তারা, তবে, এখনও কোন সিদ্ধান্ত আসেনি বা কোন বৈঠকে এ বিষয়ে অগ্রগতি নেই। দৌলতপুর থানায় দায়িত্বশীল কর্মকর্তা এসআই অরুণের সাথে কথা বলা সম্ভব হলে জানা গেছে, এবিষয়ে কোন সিদ্ধান্তের তথ্য নেই তাঁর কাছে। দৌলতপুরের সড়কগুলো অনাকাঙ্ক্ষিত এসব অদ্ভুত গাড়ি থেকে অচিরেই মুক্তি পাবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। এদিকে ড্রাম ট্রাক নামে পরিচিত বড় আকারের ট্রাক চলাচলের ওপর নির্ধারিত বিধিনিষেধ আরোপ সহ দৌলতপুরের সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি স্থানীয়দের। উপজেলাটিতে সড়কে নিরাপত্তা বাড়ানোর দাবিতে ব্যপক তোলপাড় হলেও ভ্রুক্ষেপ নেই স্থানীয় পুলিশ-প্রশাসনের। এমনটাই মনে করছেন সুরাহা প্রত্যাশীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640