কাগজ প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহে এক স্কুল ছাত্র ও খোকসায় একজন মহিলা খুণ হয়েছেন। গতকাল রাতে পৃথক এ খুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত ৯টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর স্কুল পড়–য়া ছাত্র দিদার (১৭)কে দৃবৃত্তরা এলোপাথাড়ী কুপিয়ে খুন করে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে দিদারের সাথে এলাকার কিছু যুবকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে ছিল দিদার। এ সময় কয়েকজন যুবক বাটাম, ছুরি নিয়ে তার উপর চড়াও হয়ে এলোপাথাড়ী আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্ব্য হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে কুমারখালী থানায় বেশ কয়েকবার ফোন দিলেও ওসি ফোন রিসিভ করেননি। অপরদিকে গতকাল বিকেল ৫টার দিকে খোকসা উপজেলার একতারপুর কমলাপুর রইস মন্ডলের স্ত্রী সেলিনা খাতুন (৩৫) লাশ তার শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাদের বাড়ীর টিউবওয়েল মিস্ত্রি রাজিনাথ পুরের ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সাথে তার সম্পর্ক ছিল। বিল্লালই হয়তো তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেছে। এর পর থেকে ঘাতক বিল্লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে সেলিনা খাতুনের ভাই হাসনু শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছে। এক দিনে দুটি হত্যার ঘটনায় পুরো জেলায় আবারও আতংক ছড়িয়ে পড়েছে। খুণ, চুরি, হামলার ঘটনা বেড়েই চলেছে।
Leave a Reply