বিশেষ প্রতিবেদক ॥ দুর্নীতির তিন লাখ ১ হাজার দুইশো টাকাসহ দৌলতপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নি দুদকের অভিযানে আটক। এর আগে মুন্নির দুর্নীতির গভীর সিন্ডিকেট তুলে ধরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কুষ্টিয়ার কাগজ। কুষ্টিয়ার দৌলতপুরের এই কার্যালয়টিতে নানা দুর্নীতির প্রকাশ্য খবর পুরনো দিনের। বুধবার বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়েছে দুদক। পরে, মুন্নিকে আটকের খবর জানিয়েছেন দুদক কর্মকর্তা জাকারিয়া। কার্যালয়টিতে নিয়মিত ভাবে দলীল প্রতি দেড় হাজার থেকে দু’হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে গণমাধ্যমের কাছে। সিন্ডিকেটের অন্যান্যদের বিষয়েও তদন্ত চলবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা।
Leave a Reply