মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বাশার মোল্লা নামের এক ব্যাক্তি কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার বিকালে এঘটনা ঘটে। নিহত বাশার মোল্লা আমঝুপি মীরপাড়ার খালেক মোল্লার ছেলে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তেরজন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশও স্থানীয়রা জানান, আজ বিকালে সদর উপজেলার আমঝুপিমীর পাড়ায় মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ পোল বসানোর কাজে নিয়জিত শ্রমিকরা বাশার মোল্লার বাড়ির সামনের সড়ক দিয়ে দ্রুত গতিতে পোল বোঝায় আলগামন গাড়ি নিয়ে যাওয়ার সময় বাশার মোল্লার ছেলে সালাউদ্দিন ধীরে গাড়ি চালাতে বললে ঠিকাদার হাসেম ও তার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। এসময় তার পিতা বাশার ছুটে এসে ছেলে কে বাচাঁতে গেলে তারা তাকেও পিটিয়ে আহত করে ফেলে রেখেযায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেলহাসপাতালে নিলে ডাক্তার তাকেমৃত্যু ঘোষনাকরেন। মেহেরপুরসদর থানারওসি শাহ দারা খান হত্যা কান্ডের কথা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশ লাশউদ্ধার করে ময়না তদন্তেরজন্য মর্গে পাঠিয়েছে।
Leave a Reply