দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত ঘেষা চিলমারী ইউনিয়নের দুর্গম চরের দুইশত দুস্থ ও অসহায় শীতার্থদের মাঝে কম্বোল বিতরণ করা হয়েছে। ‘শীতার্থদের জন্য ভালোবাসা’ এই শ্লোগন নিয়ে সারা দেশের শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনর যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার চিলমারী বাজারে এ কম্বল বিতরণ করা হয়। এর আগে চিলমারী ইউনিয়নের বাজুমারা, আমদানী ঘাট, রামকৃষ্ণপুর, চিলমারী, হাসপাতাল পাড়া, মানিকের চর, খা পাড়া, খারিজাথাক, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে অসহায় এসব শীতার্থ নারী-পুরুষ কম্বল নেয়ার জন্য চিলমারী বাজার হাসপাতাল মোড়ে এসে উপস্থিত হন। নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন দুর্গম চরের শীতার্থ মানুষ। কম্বল নিতে আসা বাজুমারা গ্রামের বৃদ্ধ ছবিরন নেছা বলেন, অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই। গরম কাপুড়-চুপুড় কিনতে পারিনি। তাই জাড়ে খুবই কষ্ট করছিনু। কম্বল পাইয়ি খুব উপকার হইলো। দুয়া করি আল্লাহ যেন তুমাদের ভালো রাখেন। খারিজাথাক গ্রামের বৃদ্ধ করিম মন্ডল বলেন, শীতে সারা রাত ঘুমাইতে পারিনি। গরম কাপুড়ের অভাবে শীতে কষ্ট করি। এখন আরামে ঘুমাইেত পাইরবো। প্রতিবন্ধী আছেরা খাতুন বলেন, শহরের ধনী মানুষেরা আমার মুতুন গরীব মানুষের পাশে দাড়াইলে কষ্ট অনেকটা দুর হইতো। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, এমন উদ্যোগ সচারাচর দেখা যায় না। এটি খুব ভালো উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমকাল ও আল-খায়ের ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলমারী ইউনিয়ন পরিসদের চেয়ারমান প্রকৌশলী আব্দুল মান্নান, দৈনিক সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম আবেদ, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব, চিলমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ উদ্দীন বোরহান, উপজেলা আওয়ামীলীগের সদস্য রাশেদুল হক রানা, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বিএসসি, সাধারন সম্পাদক তাফায়েল দেওয়ান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওয়াসিম কবিরাজ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হোসেণ রানা, স্থানীয় সমাজসেবক আবু তালেব খাঁ, সমকালের দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজু প্রমুখ।
Leave a Reply