1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 10:33 am

কুষ্টিয়ায় একদিনে ১৭ ইটভাটায় ৪২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত সময় Sunday, January 23, 2022
  • 97 বার পড়া হয়েছে

পরিবেশ অধিদপ্তরের উদাসিনতায় এত বেপরোয়া

বায়ু দুষণে গত ৫ বছরে শ^াসকষ্ট জনিত রোগে মৃতের সংখ্যা বেড়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের রহস্যজনক ভাবে উদাসিনতায় জেলার প্রায় ১ শ’র অধিক ইটভাটাগুলো বেপরোয়া হয়ে গেছে। যত্র তত্র ছোট বড়, ফলজ, ওষুধি গাছ নিধন করে ফসলি, আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠেছে বৈধ ও অবৈধ প্রায় ১২৩টি ইট ভাটা। এক জরিপে দেখা গেছে ২০১৬ সালের পর থেকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতাল, বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবেশবিদদের তথ্য মতে তামাকের ধোয়া ও ইট ভাটার ধোয়া কুষ্টিয়ায় বছরে শুধু বায়ু দুষণের শিকার হয়ে শিশু, বৃদ্ধ মানুষের মৃতের সংখ্যা বৃদ্ধি ১০ ভাগ। এ অবস্থা চলতে থাকলে মৃতের সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে। এই অবস্থা রোধে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যেন অনেকটা আড়মোড়া ভেঙ্গেছে। শুরু হয়েছে অভিযান। কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ১৭টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। রোববার সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়ে বিভিন্ন ইট ভাটায় এ পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে। অভিযানে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান জানান, ভেড়ামারায় ১৭টি ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী ৪২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এমএইচটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, আরএমবি এবং এমআরআই ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা করে, মানিক ব্রিকসকে ২ লাখ টাকা, এমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা, এএমবি ব্রিকসকে ৪ লাখ টাকা, আরবিএফ ব্রিকসকে ২ লাখ টাকা, এমবিএফ ব্রিকসকে ৪ লাখ টাকা, বিবিএফ ব্রিকসকে ৪ লাখ টাকা এবং ফোর স্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৭টি ইট ভাটায় জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, কুষ্টিয়া জেলায় মোট ১২৬টি ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৮টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, প্রতি বছর পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ইট ভাটা ইট পোড়াতে উদ্যোগ নেবে। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এক শ্রেনীর অসৎ কর্মকর্তাদের যোগসাজসে জেলার এসব ইট ভাটাগুলো বেআইনকে আইনে এবং অনিয়মকে নিয়মে পরিণত করে গত কয়েক বছর যাবত কোটি কোটি টাকা মুনাফা লুটছে। পরিবেশবিদদের মতে গত কয়েক বছরের তুলনায় ২০২১ সালে শুধু বায়ু দুষণের শিকার হয়ে কুষ্টিয়ায় ২০ জন শিশু ও বৃদ্ধের মৃত্ব্য হয়েছে। এ সংখ্যা ২০১৬ সালে ছিল ২ থেকে ৩ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640