আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় আই,এফ,আইসি আলমডাঙ্গা উপ-শাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র হাসান কাদির গনু।গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে সত্যনারায়ন মন্দিরের মার্কেটের ২য় তলায় ব্যাংকের পোড়াদহ শাখার ম্যানেজার সোলায়মান হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাসান কাদির গনু।তিনি বলেন,সভ্যতার সাথে সাথে মানুষ ব্যাবসা- বানিজ্যের কথা চিন্তা করেন,তখন থেকে অর্থলগ্নি প্রতিষ্টান গড়ার চিন্তা থেকে ব্যাংক প্রতিষ্টা।যে ব্যাংক সেবার মান বজায় রেখে এগিয়ে যাবে,সে ব্যাংকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে। আপনাদের কাছে গ্রাহকদের একটাই চাহিদা আপনারা সঠিক ভাবে গ্রাহক সেবা প্রদান করবেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন,সম্পাদক কামাল হোসেজন,আলমডাঙ্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস,জেলা হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক প্রশান্ত অধিকারি,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সম্পাদক খ,হামিদুল ইসলাম,বনিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন,পৌর সভার সাবেক কাউন্সিলর সামছাদ রানু প্রমুখ।এ ছাড়াও উপস্থিত ছিলেন,আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামিম হাসান,আব্দুল্লাহ আল আরাফাত,তৌহিদ হাসান,জাকির হাসান,হাসান আলী প্রমুখ। সভা শেষে ফিতা কেটে আলমডাঙ্গা আই,এফ,আইসি ব্যাংক শাখার শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply