দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র হাতে ভারত ও বাংলাদেশের এক কিশোরসহ দুই নাগরিক আটক হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে উভয় দেশের সীমান্তরক্ষীদের হাতে আটক ভারত-বাংলাদেশী নাগরিকদের ফেরত দেয়া ও নেয়ার ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১.৩০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাকেরপাড়া সীমান্তে কবুতর ধরতে গিয়ে লিখন (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোর অসাবধানবসত ভারত সীমানায় প্রবেশ করে। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। প্রায় একই সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কাচারীপাড়া গ্রামের ভবতোষ জর্দ্দারের ছেলে কৃষক অমল জর্দ্দার (৪০) অবৈধভাবে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাকে আটক করে নিজ ক্যাম্পে নেয়। বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী প্রতিবন্ধী কিশোর লিখনকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র দেয় বিজিবি। পত্র পেয়ে রাত সাড়ে ৮টায় ১৫৫ সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর ডাকেরপাড়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউশমারী ক্যাম্পের ইন্সপেক্টর বিকাশ বাসুরা এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মজিবুল হক। দীর্ঘ প্রায় দুইঘন্টা পতাকা বৈঠক শেষে দুই দেশের দুই নাগরিককে বিজিবি-বিএসএফ’র নিকট হস্তান্তর করা হয়। পরে মোহাম্মদপুর গ্রামের সালাম মেম্বরের ছেলে লিখনকে পরিবারের নিকট সোপর্দ করে বিজিবি।
Leave a Reply