1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 11:18 am
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

দৌলতপুরে বন্ধ হচ্ছে শ্যালো ইঞ্জিনের গাড়ি

  • প্রকাশিত সময় Tuesday, January 18, 2022
  • 635 বার পড়া হয়েছে

দ্রুত আসছে কঠোর নির্দেশনা

বিশেষ প্রতিবেদক ॥ দৌলতপুরে বন্ধ করা হবে সড়কে বেপরোয়া ভাবে চলা শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ সব গাড়ি। এবিষয়ে তোড়জোড় চলছে সংশ্লিষ্ট প্রশাসনে। তবে বন্ধের প্রক্রিয়া কি হবে বা কবে থেকে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি উপজেলা পুলিশ-প্রশাসন। সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার সময় একজন সাংবাদিক কে গুরুতর ভাবে আহত করার মধ্যদিয়ে ফের আলোচনায় আসে দৌলতপুরে শ্যালো চালিত অবৈধ গাড়ির দৌরাত্ম। মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি গুরুতর আহত সাংবাদিক তাশরিক সঞ্চয় এখন চিকিৎসাধীন। গাড়িটির চালক কারাগারে। জেলা ব্যাপি ড্রাম ট্রাক আর শ্যালো ইঞ্জিনের উদ্বেগজনক হতাহত প্রসঙ্গে ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়া। মোটা দাগে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। নিরাপদ সড়কের আকাঙ্ক্ষায় শ্যালো চালিত এসব ভয়ঙ্কর গাড়ি (কথিত স্টেয়ারিং, ভটভটি,লাটাহাম্বা, ট্রলি, করিমন, নছিমন) সড়কে নিষিদ্ধ চাইছেন এলাকাবাসী। যা এমনিতেও আইনত বৈধ নয়। সুত্র মতে, ড্রাম ট্রাক আর শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির বিষয়ে জেলার শীর্ষস্থানীয়রা দফায় দফায় বিভিন্ন পক্ষের সাথে বৈঠকে বসছেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে ড্রাম ট্রাকের অনিয়ম নিয়ন্ত্রণের প্রশাসনিক অভিযান। শ্যালো চালিত সম্পূর্ণ অবৈধ ভয়ঙ্কর গাড়িগুলোর বিষয়ে বিধিনিষেধ বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে নির্দেশ দিয়েছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। বাস্তবায়ন আটকে আছে দৌলতপুরের উপজেলা পর্যায়ে। এখানে সম্পূর্ণ অবৈধ এবং উদ্বেগজনক বার্ষিক হতাহতের অন্যতম কারণ শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ গাড়ি। সে-সবের চলাচল বন্ধ করতে এখনও প্রস্তুত নন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। দৌলতপুরের ইউএনও আব্দুল জব্বার জানিয়েছেন, গতকাল সোমবার মাসিক সমন্বয় সভায় তারা অবৈধ যান বন্ধের বিষয়ে কথা বলেছেন। কিন্তু, আইন প্রয়োগের প্রস্তুতি এখনও নেয়া হয়নি। দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, ‘বিষয়টি নিয়ে কাজ করছি। উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেয়েছি। দ্রত বাস্তবায়ন করা হবে।’ এদিকে মঙ্গলবার বিকালে সড়কেও অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ১৮ জানুয়ারির সাক্ষাতকারে ওসি দৌলতপুর এবং ইউএনও দৌলতপুর দুজনেই জানিয়েছেন রাত ১০ টার পর থেকে ভোর পর্যন্ত শ্যালো চালিত যান চালাতে দেয়া হতে পারে। তবে সেটি এখনও চূড়ান্ত নয়। গেল সোমবার শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি বন্ধের বিষয়ে একটি বৈঠকের কথা জানিয়েছেন ইউএনও। ওসি জানিয়েছেন ‘চিঠি দিয়ে ডাকা হয়েছে সংশ্লিষ্ট ব্যাবসায়ীসহ অন্যান্যদের। সাধারণত বড় ব্যবসায়ীরা ট্রাক-লরি-পিকআপ ভ্যান এড়িয়ে অতিরিক্ত লাভের জন্য ভাড়া করে কাজ করান এইসব অবৈধ গাড়ি, কিংবা নিজেই বেশকিছু শ্যালো চালিত অবৈধ গাড়ির মালিক। স্থানীয়রা মনে করছেন শ্যালো ইঞ্জিন চালিত গাড়িগুলোতে শ্রমজীবীরা কাজ করেন। তাদের কেউই পেশাজীবি নয়। ব্যবসায়ী অর্থাৎ ইট ভাটা মালিক, বালু ব্যবসায়ী, গুরু ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির নিয়মিত পণ্যবহনকারীসহ পুলিশ-প্রশাসন ও অন্যান্যদের স্বদিচ্ছা থাকলে কোন প্রকার বেকারত্ব সৃষ্টি ছাড়াই দ্রুত স্থায়ী সমাধান হতে পারে সড়কে শ্যালো ইঞ্জিনের গাড়ি সংক্রান্ত ভয়াবহতার। উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিন চালিত গাড়িতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বছরে আহত নিহতের সংখ্যাও উদ্বেগজনক। মনগড়া গাড়িতে অনুমানের চালক দাপিয়ে বেড়াচ্ছে পথঘাট। এসব গাড়ি চলতি মৌসুমেও ব্যপকভাবে ব্যবহৃত হচ্ছে ইট ভাটার কাঠ (খড়ি), ইট, আর মাটি টানার কাজে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640