সারাদিন ক্যাম্পাসের বর্জ্য কুড়িয়েছেন ইবির ১০০ শিক্ষার্থী
কাগজ প্রতিবেদক ॥ কেউ বস্তা হাতে দাঁড়িয়ে, কেউবা কুড়াচ্ছেন আবর্জনা। কেউ সেগুলো এক জায়গায় জড়ো করছেন। বেশভূষা দেখে বোঝা যাচ্ছে কেউই ক্যাম্পাসের ক্লিনার কিংবা ঝাড়ুদার নন। কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই তারা বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা গড়ে তুলতে আমাদের ক্ষুদ্র প্রয়াস।’ যাদের কথা বলা হচ্ছে তারা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী। সোমবার (১৭ জানুয়ারি) বিভাগটির উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের হাতে মাস্ক ও গ্লাভস দেওয়া হয়। এসময় ২০টি গ্রুপে ভাগ হয়ে শতাধিক শিক্ষার্থী ডায়না চত্বর থেকে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েন। বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ১০০ শিক্ষার্থী দিনব্যাপী ক্যাম্পাসের আবর্জনা কুড়িয়েছেন। ক্যাম্পাসের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকমের পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র, কেক-বিস্কুটের প্যাকেট পরিচ্ছন্ন করে বস্তা করে গার্বেজে ফেলেন। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া ফলিত খাদ্য বিভাগের শিক্ষার্থী মোনালিসা বলেন, ‘আমরা আমাদের ঘর যেমন পরিচ্ছন্ন রাখি, তেমনি ক্যাম্পাসও ঘরের মতো পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো।’ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বিভাগের একটি কোসের্র নাম ‘বর্জ্য ব্যবস্থাপনা’। আমার মনে হয় তাদের কোর্সে পড়ানোর পাশাপাশি প্রাকটিক্যালি যদি কিছু শিখাতে পারি তাহেল এটিই বেশি কার্যকর হবে। সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply