মনোজিত মন্ডল,খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫০তম জাতীয় শীতকালীন খেলাধলা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার লক্ষ্যে শোমসপুর উচ্চ বিদ্যালযয়এই খেলার আয়োজন করেছে। উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করতে শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের মাঝে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দিয়েছেন। করোনাভাইরাস এর কারণে সকল প্রকার মিটিং মিছিল বন্ধ থাকায় স্বল্প পরিসরে খেলার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, সহকারি শিক্ষক সুব্রত কুমার, আবুল বাশারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক / শিক্ষকা, ছাত্র /ছাত্রী,কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে সান্তনা পুরুস্কার দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply