আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার জাসদের সভাপতি বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ (৭৪) আর নেই। তিনি গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে বার্ধ্যকজনিত কারনে ইন্তেকাল করেছেন। তিনি নওদাবহলবাড়িয়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও মিরপুর নতুন বাজার কমিটির সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে মিরপুর নতুন বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘন্টা বন্ধ রাখা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে দ্বিতীয় দফা জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নওদাবহলবাড়িয়া কবরস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে পুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তার কফিনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে জাসদ সভাপতি কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তাফা, জাসদ কেন্দ্রিয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, আহাম্মদ আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, প্রচার সম্পাদক কারশেদ আলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। দুপুরে মিরপুর ফুটবল মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
Leave a Reply