খোকসা প্রতিনিধি॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ১ নং ইউনিয়নে ৬নং ওয়ার্ডের দুধরাজপুর গ্রামের নবনির্বাচিত মেম্বারকে কুপিয়ে জখম বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১০ইং জানুয়ারি সোমবার সন্ধ্যার দিকে মৃত সদর শেখের ছেলে সাইদুল ইসলামের নেতৃত্বে মাদক সম্রাট কামরুজ্জামান ওরফে জামান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নব নির্বাচিত মেম্বার এর বাড়িতে আক্রমণ করে বলে স্থানীয় এলাকাবাসী জানান। নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন,সোমবার সন্ধ্যার দিকে মৃত সদর আলী সেখ এর ছেলে সাইদুল ইসলাম(৪০),শফিউদ্দিন (৫৫),কামরুজ্জামান ওরফে জামান(৫২)সহ পনের বিশ জন হাসুয়া, বেকী,রামদা,হাতুড়ী,লোহার রড,দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়ির উপর আসে।এ সময় আমি কথা বলতে না বলতেই সাইদুল আমাকে রামদা দিয়ে কোপ মারলে আমি মাটিতে পড়ে যায়।এ সময় কয়েকজন মিলে আমাকে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় আমার ছেলে, মহিলা সহ দশ পনের জনকে আহত করে।আমার বাড়িঘর ভাংচুর, লুটপাট, করে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আমাদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।এ বিষয়ে খোকসা থানায় একটি এজাহার করা হয়েছে। এ বিষয়ে কামরুজ্জামান ওরফে জামান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে খোকসা থানার কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, আইন গত ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply