1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 7:21 am

ইবিতে  জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আত্মপ্রকাশ

  • প্রকাশিত সময় Monday, January 10, 2022
  • 102 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম’ ও ‘জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম’ নামে দুটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে সংগঠন দুটির কমিটি ঘোষণা করা হয়। জানাযায়, সভায় নাম প্রস্তাবের ভিত্তিতে ও কর্মকর্তাদের মতামত অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুলকে সভাপতি ও চিকিৎসা কেন্দ্রের টেকনিক্যাল অফিসার ইয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কমটির অন্যরা হলেনÑসহ-সভাপতি মীর সিরাজুল ইসলাম, সহ-সম্পাদক এনামুল কবির। ট্রেজারার শিকদার হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঞ্জুরুল হক, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, মহিলা সম্পাদিকা শামীমা আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক এ এস এম ইমাম হাসান। গঠনতন্ত্র অনুযায়ী ৫৫ সদস্যের কমিটির মধ্যে প্রাথমিকভাবে আংশিক কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে, উপস্থিত সকলের সম্মতিক্রমে কর্মচারী ফোরামে এস্টেট অফিসের আমিরুল ইসলামকে সভাপতি ও পরিবহন অফিসের মোঃ বাদলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এই কমিটির অন্যরা হলেনÑসহ-সভাপতি সালাউদ্দীন, শাখাওয়াত হোসেন, মোস্তফা কালাম, জিল্লুর রহমান, আবু কাশেম এবং যুগ্ম-সম্পাদক রয়েল ইসলাম ও লাল্টু হোসেন। কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা বানু ও সাংস্কৃতিক সম্পাদক সালেহ আকরাম আকুল। এছাড়াও উপদেষ্টা পদে ১০ জন ও সদস্য পদে ১০ জনকে রাখা হয়েছে। এর আগে, দুপুর একটায় মমতাজ ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য-সচিব প্রফেসর ড. সরফরাজ নওয়াজ ও লোক-প্রশাসন বিভাগের প্রফেসর মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুজাহিদুর রহমান ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি আনোয়ারুল ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640