কাগজ প্রতিবেদক ॥ গতকাল শনিবার দিনব্যাপী তিনি মিরপুর উপজেলার বিভিন্ন সড়ক সরোজমিন ঘুরে দেখেন। এ সময়ে তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার ও যুদ্ধাকালীন কমান্ডার আফতাব উদ্দিন খান, নজরুল করিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস প্রমুখ উপস্থিত ছিলেন। সড়ক পরিদর্শনকালে তিনি জানান, মিরপুর উপজেলায় ৫০ কোটিও বেশি টাকার সড়ক ও অবকাঠামো উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। যা দ্রুত বাস্তবায়ন করা হবে। এ ছাড়াও পাহাড়পুর-লক্ষীপুর গ্রামে সাগরখালী নদীর উপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। সকালে তিনি মিরপরে এসে পৌঁছালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার ও যুদ্ধাকালীন কমান্ডার আফতাব উদ্দিন খান ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply