কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও শাহনুর খাতুন মডেল লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আহমেদ জামাল। এসময় তিনি বলেন, বর্তমান সময়ে তাল মেলাতে গেলে অবশ্যই শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে উঠতে হবে একইসাথে তথ্য প্রযুক্তিতেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এখন অনেকেই বই পড়ে না। কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোনে অনেক তরুণদের পড়তে দেখা যায়। তবুও বইয়ের কোন বিকল্প নেই। বাংলাদেশের বর্তমান প্রজন্ম অনেক স্মার্ট উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় মেধা মননশীলতায় টেকনিক্যাল প্রযুক্তির দিক দিয়ে অনেক দক্ষ আমাদের দেশের শিক্ষার্থীদের। কারন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরনে বিশ্বায়নের যুগে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও শিক্ষা পদ্ধতিতে তথ্য- প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে। মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলি হায়দার, আমলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাদশা মোহাম্মদ জাহাঙ্গীর, মডার্ণ প্লাউইড উড প্রসেসিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আকরাম হোসেন বাবু, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম পারভেজ, বিদ্যালয়ের সাবেক সভাপতি রবিউল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদা। ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। পরে ফিতা কেটে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও শাহনুর খাতুন মডেল লাইব্রেরির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply