1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 10:28 am

কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়নের ১০টিতে স্বতন্ত্র, ১টিতে নৌকা প্রার্থী বিজয়ী

  • প্রকাশিত সময় Wednesday, January 5, 2022
  • 282 বার পড়া হয়েছে

 

শেষ হলো কুষ্টিয়া জেলায় উদ্বেগ-উৎকন্ঠার ইউনিয়ন পরিষদ নির্বাচন

ভোটার বিহীন, ভোট কেন্দ্র বিএনপির অভিযোগ সত্য নয়, এ নির্বাচন তার প্রমাণঃ আতাউর রহমান আতা

কাগজ প্রতিবেদক ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উদ্বেগ উ’কন্ঠার মধ্যদিয়ে শেষ হলো কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন। নির্বাচনে সদরের ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি তেই স্বতন্ত্র এবং ১টিতে নৌকা প্রার্থী বিজয়ী হয়েছে। গতকাল বুধবার পঞ্চম ধাপে কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তেজনার নির্বাচন। কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলেছে রাজনীতির ভিতরে রাজনীতি। নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিটি ইউনিয়নেই আওয়ামীলীগ দলীয় নেতা কর্মিরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল তারই ফলাফল হিসেবে এবার অধিকাংশ ইউনিয়নে নৌকার প্রার্থীর পরাজয় হয়েছে। এদিকে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার দলীয় সিদ্ধান্তে অটল থাকায় কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছেন দলটির নেতা-কর্মীরা। যদিও বিএনপি পন্থী বেশ কয়েকজন ব্যক্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো সদর উপজেলায় একদিকে যেমন উৎসবের আমেজ চলেছে অন্যদিকে উদ্বেগ উৎকন্ঠাও কাজ করেছে।

নির্বাচনে নিযুক্ত রিটানিং অফিসার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান জানিয়েছেন, নির্বাচনে জেলার সীমান্তবর্তি ইউনিয়ন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মোঃ লাল্টু রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ ছাড়া মনোহরদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম জহুর ঘোড়া, আলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান বিশ্বাস চশমা, হাটশহরিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম মোস্তাক হোসেন মাসুদ, মোটরসাইকেল, বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু ফকির ঘোড়া, আইলচারা ইউনিয়নে বিএনপি সমর্থক মোঃ সিদ্দিকুর রহমান আনারস, উজানগ্রাম ইউনিয়নে সানোয়ার হোসেন মোল্লা আনারস, হরিনারায়নপুর ইউনিয়নে মেহেদী হাসান সম্রাট মোটরসাইকেল, পাটিকাবাড়ী ইউনিয়নে রোকনুজ্জামান কানু ঘোড়া প্রতিক, আব্দালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার স্বপন মাস্টার  মোটরসাইকেল,ঝাউদিয়া ইউনিয়নে মেহেদী হাসান চশমা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন চলাকালে সরজমিনে বটতৈল ইউনিয়নে মাদ্রাসা কেন্দ্র, আইলচারা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ১ নং কেন্দ্রে, পাটিকাবাড়ী ইউনিয়নে খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, ঝাউদিয়া ইউনিয়নে ঝাউদিয়া শাহী মসজিদ প্রার্থমিক বিদ্যালয় কেন্দ্র,দুর্গাপুর ইউনিয়নে দক্ষিণ মাগুড়া প্রাথমিক বিদ্যালয় ও অস্থায়ী কেন্দ্রে গেলে দেখা যায়, কুয়াশাচ্ছন্ন ভোর হতেই নারী-পুরুষের দীর্ঘ লাইন। প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে দেখা গেছে। পাটিকাবাড়ী ইউনিয়নে খেজুরতলা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেশ কয়েকজন নারী ও পুরুষ ভোটার জানালেন, সকাল ৮টা বাজার অনেক আগে এসেছেন। এখন সকাল প্রায় ৯টা ভোট দিতে তাকে আরও ২৫ মিনিট অপেক্ষা করতে হবে। ভোট কেন্দ্রে আইনশৃংলবাহিনী, আনসার, ভিডিপি মহিলা সদস্যরা অভিযোগ করে জানিয়েছে, মঙ্গলবার বিকেল বেলায় তাদেরকে কেন্দ্রে সরঞ্জামাদি নিয়ে হাজির হতে হয়েছে। কোন কেন্দ্রে আইনশৃংলাবাহিনীর রাত্রিযাপন করার নুন্যতম কোন ব্যবস্থা ছিল না। পাশের বাড়ীর মানুষের কাছ থেকে ভাত খাবার প্লেট, পানি, বৈদ্যুতিক বাল্প, পায়খানা, প্র¯্রাবসহ নিত্যপ্রয়োজনীয় কাজের সহায়তা নিতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ করলেন, টানা ২৪ ঘন্টা একটি কেন্দ্রে ডিউটি দিতে একজন মানুষের নুন্যতম যে সুযোগ সুবিধা থাকার কথা তার কোনটিই ছিল না। পাটিকাবাড়ী একটি কেন্দ্রে মহিলা ভিডিপি সদস্য জানালেন, তখন বেলা ১১টা বাজে এখন পর্যন্ত মুখে কোন আহার জোটেনি। রাতে এক মুট খিচুড়ি ভাত খেয়েছে দুপুরে কি ব্যবস্থা আছে তা তিনি জানেন না। বাড়ী থেকে ৩০ টাকা ভাড়া দিয়ে উপজেলায় পৌছাতে হয়েছে সেখান থেকে প্রশাসনের সাথে সিএনজিতে চড়ে কেন্দ্রে এসেছে। আবার উপজেলায় পৌছে নিজ খরচে বাড়ী পৌচাঁতে হবে। ২৪ ঘন্টার জন্য কত টাকা পাবেন তাও জানেন না। এমন নানা অব্যবস্থাপনার চিত্র পরিলক্ষিত হয়েছে পুরো জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে। প্রতিটি কেন্দ্রে গোপন কক্ষগুলো ছিল প্রায় অরক্ষিত। বেশির ভাগ বুথের গোপন কক্ষগুলো একটি টেবিল উপড় করে এ পাশে একটা পুরোনো কাপড় দিয়ে কোন ভাবে আচ্ছাদন করা বাইরে থেকে অতি সহজেই দেখা যাচ্ছে কে কি প্রতিকে ভোট প্রদান করছেন। প্রার্থীর পোলিং এজেন্টগুলোর কোন পরিচয় পত্র চোখে পড়েনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনশৃংলাবাহিনীর সদস্য জানালেন, আগের দিন বিকেলে এসে দোকান থেকে পাউরুটি কিনে খেয়ে আছেন এখন পর্যন্ত কোন পক্ষ থেকে খাবার জোটেনি। অথচ বিধি অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সম্পন্ন করতে প্রতিটি জেলায় জেলা নির্বাচন অফিসার বরাবর আইনশৃংলাবাহিনীর, আনসার, ভিডিপি সদস্যদের যাতায়াত, গোপন কক্ষ সাজানো, কেন্দ্র সাজানো, স্যানিটেশন ব্যবস্থা না থাকলে তা অস্থায়ী ভিত্তিতে নির্মাণ, তিন বেলা খাবার, পানি, সিল পেড, ভোটারদের সারিবদ্ধ ভাবে দাঁড়াতে বাঁশ, দড়ি, ফিতা, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার লেখা কাগজের প্রিন্ট কপি, বৈদ্যুতিক আলোর ব্যবস্থা বাবদ একটি নির্ধারিত বাজেট রয়েছে। ওই বাজেট অনুযায়ী নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনের দিন ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত ব্যয় হয়ে থাকে। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা খাতে ব্যয় করা হয়ে থাকে। কুষ্টিয়ায় জেলায় এ ব্যয়ে চরম অনিয়ম চোখে পড়েছে। বেশির ভাগ ভোট কেন্দ্রেই প্রিজাইডিং অফিসারকে নিজ উদ্যোগে গোপন কক্ষ নির্মাণ, বৈদ্যুতি আলোর ব্যবস্থা করতে হয়েছে। এমনকি খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে কথা হয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার সাথে। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে ভোটার শুন্য ভোট কেন্দ্র যুক্তিটি মিথ্যায় প্রমাণিত হলো। আজকে সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পেরেছেন। তিনি বলেন, বিএনপি তাদের অভিযোগের বাক্স নিয়ে বসেই থাকেন সরকারকে একটা বিবৃতকর অবস্থায় ফেলতে। যা আজ মিথ্যায় প্রমাণিত হলো।

কুষ্টিয়া সদরের ১১ টি ইউনিয়নের ১১৬ টি ভোট কেন্দ্রের ৬৯৫ টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরের ১১ টি ইউনিয়নে ২,১৭,২৪২ জন ভোটার রয়েছেন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,০৮,৮৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,০৮,৩৬৩ জন। আসন্ন নির্বাচনে ৫৯ জন চেয়ারম্যান ১২৮ জন মহিলা মেম্বার এবং ৩৮৪ জন মেম্বার সহ মোট ৫৭১ প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640