কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক পরিবহন আইনে ৬টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার। এ সময় হেলমেট নেই এমন ২৫ জন চালককে হেলমেট ক্রয় করে পরিধান করিয়ে দেয়া হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোর কারনে দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনে ভ্রম্যমান আদালত অভিযান চালায়। ইউএনও দীনেশ সরকার জানান, সড়ক পরিবহন আইনে ৬ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও হেলমেট নেই এমন মোটরসাইকেল চালকদেরকে নিজেদের নিরাপত্তার জন্য ২৫ টি হেলমেট ক্রয় পূর্বক তাদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। এসময় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলামের নেতৃত্বে ভেড়ামারা থানার সঙ্গীয় অফিসার ও ফোর্স ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, সড়কে দুর্ঘটনা রোধে মোটরযান চলাচল নির্বিঘœ রাখতে উঠতি বয়সীদের বেপরোয়া মোটর গাড়ি চালনার উপর কঠোরতা আরোপ করে প্রশাসনের পক্ষে এ রুপ অভিযান চলমান থাকবে।
Leave a Reply