দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ‘ভূমিহীন ও গৃহহীনদের’ বিনামূল্যে দুর্যোগসহনীয় গৃহ নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শরিষাডুলি গ্রামে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফরোজ শাহীন খসরু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার উদ্দিন জোয়ার্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.খোয়াজ হোসেন প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার গণমাধ্যমকে বলেন-প্রধানমন্ত্রী সারা দেশেই অসহায় ও গৃহহীনদের কথা ভেবে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। গতকাল তৃতীয় পর্যায়ে ১৫ টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আগামীতে আরো ৮৮টি বরাদ্দ আসবে। প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা খরচ ধরা হয়েছে।
Leave a Reply