আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জিহাদ ইসলাম শান্ত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। গতকাল শনিবার বিকেলে সে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শান্তর মা দিলারা খাতুন জানান, ওই সময়ে বাড়ীর পাশ্ববর্তী ব্রীজের উপর সে ধান শুকাতে ছিলো। মুঠোফোনে কথা বলতে বলতে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে সে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মিরপুর থানার এসআই মুন্সী মাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি করণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে আত্মহত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply