আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে দোকান মালিককে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেছে। গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে শহরের আলম মদিনা শপিং কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। আহত দোকান মালিক যুবক পাপ্পু পৌর এলাকার এরশাদপুর গ্রামের জয়মুদ্দিনের ছেলে। উপর্যুপরি কুপিয়ে জখমের ঘটনায় স্থানীয়রা ঘাতক শান্তকে আটক করে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে পুলিশি হেফাজতে নেয়। এ ঘটনায় রাতেই পাপ্পুর বুনাই ঠান্ডু আলী বাদি হয়ে আলমডাঙ্গা থানা এজাহার দায়ের করেন। জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের জয়মুদ্দিনের ছেলে পাপ্পু তার নিজ দোকানে ব্যবসা পরিচালনা করছিলো। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ইবি থানার শংকরদিয়া গ্রামের শান্ত তার দোকানে যায়। পাপ্পুর পূর্ব পরিচিত হওয়ায় তারা দুজনে দীর্ঘ সময় গল্প করে। সুযোগ বুঝে শান্ত দোকান মালিক পাপ্পুর গলা চেপে ধরে পেটে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পেটের ভুরি বের করে ফেলে। পাপ্পুর চিৎকারে পাশের দোকান মালিকেরা ছুটে আসলে ঘাতক শান্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা ধাওয়া করে শান্তকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক শান্তকে আটক করে।এ ব্যাপারে আলমডাঙ্গার ব্যাবসায়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাত সাড়ে ৮ টার দিকে বনিক সমিতির নেতৃবৃন্দ ও কাপড় ব্যাবসায়ি সমিতির নেতৃবৃন্দ আলমডাঙ্গা থানার ওসির সাথে দেখা করে ঘাতক শান্তর তদন্ত পুর্বক শাস্তির দাবি জানান।ওসি সাইফুল ইসলাম জানান,আমরা তদন্ত করছি।ইবি থানার মাধ্যমে শান্তর খোজ নেওয়ার চেষ্টা করছি।তবে শান্ত যে ভাবে পাপ্পুকে ছুরি দিয়ে আঘাত করেছে, তা কোন সাধারন ছেলের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়,শান্ত ঠান্ডা মাথায় হত্যা করার উদ্যেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।তার নামে মামলা হচ্ছে।আমরা প্রকৃত রহস্য উন্মোচন করতে কাজ করছি,আপনারা সহযোগীতা করবেন।এই ঘটনায় যদি কেহ জড়িয়ে থাকে তাকে খুজে বের করা হবে।পাপ্পুকে বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছে,তার পারিবারিক সুত্রে জানাগেছে,অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।এই খবর লেখা পর্যন্ত পাপ্পুর অবস্থা আশঙ্খা জনক বলে জানা গেছে।
Leave a Reply