1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 2:08 pm

কুষ্টিয়া ইট ভাটা শ্রমিকদের ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ ॥ কাজ চাই,নইলে ভাত চাই

  • প্রকাশিত সময় Thursday, February 4, 2021
  • 464 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইটভাটা শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করে তারা। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ডিসি কোর্ট চত্বর। মানববন্ধনে ইটভাটা শ্রমিকরা জানান,কাজ চাই,নইলে ভাত চাই। নানা অজুহাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জরিমানা আদায় করাসহ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজ ইটভাটা মালিক ও সেখানে কর্মরত শ্রমিকরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে। কুষ্টিয়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠুসহ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইটভাটা মালিক এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন। হাজী আক্তারুজ্জামান মিঠু বলেন,দেশের উন্নয়নের চাকা সচল করতে সড়ক ও মহাসড়ের নির্মাণ কাজের জন্য ভাটা থেকে ইট সংগ্রহ করে সেগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। শুধু তাই নয়, ইটভাটা গুলো এভাবে একের পর এক বন্ধ হয়ে গেলে মানুষের বাড়ি-ঘর, মসজিদ, মাদ্ররাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রামীণ উন্নয়ন সম্পূর্ণ বাধাগ্রস্ত হবে। শুধু তাই নয়, বর্তমানে ইটভাটা গুলি বন্ধ হয়ে গেলে দেশের অবকাঠামো উন্নয়নও ব্যাহত হবে। ইটভাটার মালিকরা ভাটা বন্ধ করে দেবো। কিন্তু লাখ লাখ শ্রমিকের কাজ বন্ধ হবে। তাদের কি হবে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়। আবার যদি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয় তাহলে আগামী ৯ ফেব্রয়ারির পর অনির্দিষ্টকালীন সময় পর্যন্ত জেলার সকল ইটভাটা মালিকগণ ইট বিক্রিয় ও সরবরাহ বন্ধ করে দিবে। গত ২০১৩ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংশোধিত আইন এর ৮ (ঙ) ধারা পরিবর্তন করা হয়। এতে আইনি জটিলতা সৃষ্টি হয়। এতে ভাটার মালিকগণ চরম ক্ষতিগ্রস্ত হয় কারণ তারা আর নিবন্ধন করতে পারে না। আগামী ২০২৫ সাল পর্যন্ত এসব ইটভাটা চালুর দাবিও জানানো হয়। এদিকে মানববন্ধনে প্রায় দশ হাজার শ্রমিকসহ ইটভাটা মালিকরাও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। এর আগে শহরের মজমপুর গেট এলাকা থেকে চৌড়হাস পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। পরে ১ ঘন্টা পর সড়কে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640