কাগজ প্রতিবেদক ॥ নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৩ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১২টা ০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। গতকাল (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান তাঁদের সাথে ছিলেন। একই সময়ে হলসমূহে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হল-এর সম্মানিত প্রভোস্টগণ। সকাল ৯টা ৪৫মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এক শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়। সেখানে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও সম্মানিত রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান তাঁর সাথে ছিলেন। এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ১৯৪৭ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ বুদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। ব্যাপক পড়াশোনা ও গবেষণার মাধ্যমে দেশের সঠিক ইতিহাস জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বীথি এবং সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ। কুইজ প্রতিযোগিতা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ক্যাম্পাস লেকে পাখির অভয়ারণ্য কর্মসূচি উদ্বোধন করেন। ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ক্যাম্পাসে পাখির অভয়ারণ্য বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯ টা ৩০মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে হলসমূহে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টা ৪৫মিনিটে প্রশাসন ভবনের সামনে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্যবিধি মেনে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “মুক্তবাংলা’য়” সমবেত হবে। আনন্দ শোভাযাত্রা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তবাংলায় প্রথমে পুস্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান। এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহিলা শিক্ষক ও মহিলা কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও মহিলা সাধারণ কর্মচারীদের মধ্যে। ছাত্রীহলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ২টা হতে বাংলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিকেল ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে শপথ বাক্য পাঠ করাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি সরাসরি প্রচারিত সেই শপথ বাক্য অনুষ্ঠানে ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করবেন।গাড়ির সময়সূচি আগামী ১৬ ডিসেম্বর সকাল ৮.০০ টায় কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে বাসসমূহ নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।
Leave a Reply